খোদ মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনীতে নিরামিষ খাবার! আমিষ না পেয়ে 'গোঁসা' রণজয়ের

খেতে কষ্ট হয়েছে রণজয়ের? বললেন...

খেতে কষ্ট হয়েছে রণজয়ের? বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mamata banerjee, ranajay vishnu, mamata tollywood bijaya, mamata banerjee news, mamata banerjee tmcp, mamata banerjee, tollywood celeb, বলিউড , trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

কী বললেন অভিনেতা?

টলিপাড়ায় বিজয়া বৈঠক। অভিনেতা অভিনেত্রীদের সমাগম। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তত্বাবধানে হাজির ছিলেন বেশিরভাগ। দেব - জিৎ থেকে প্রসেনজিৎ ঋতুপর্ণা, এমনকি টেলিদুনিয়ার অনেক সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertisment

একই ছাদের নিচে অনেকেই। যেন নক্ষত্রের মেলা বসেছে। এহেন বিরাট নামের তারকাদের সঙ্গে যে মুখ্যমন্ত্রী টেলিভিশনের অনেককেই আমন্ত্রণ জানাবেন এটাই যেন ভাবতে পারেননি অনেকে। খাবার দাবার থেকে গান বাজনা, আনন্দ উৎসব...মজার সঙ্গে সঙ্গেই সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ। এরই মাঝে দেখা গেল টেলিদুনিয়ার চর্চিত জুটি রণজয় এবং শ্যমপ্তির। দুজনেই যেমন আনন্দ করলেন তেমনই খাবার নিয়ে বিরাট কথা বললেন রণ। যেমন?

সোহিনী এবং শোভনের প্রেমের পর মুখ খুলেছেন রণ। প্রাক্তন এর নতুন প্রেম প্রসঙ্গে তিনি বলেছিলেন, দুমদাম প্রেম তাঁর জীবনে আসে না। পোশাক বদলানোর মত প্রেম করতে পারেন না। এবং তখনই তাঁর অনস্ক্রিন জুটিকে নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। আর এসবই মিথ্যে বলে দাবি করেন তিনি। কিন্তু এবার, মুখ্যমন্ত্রীর বিজয়া বৈঠকে সবকিছু ঠিক থাকলেও অভিনেতা বলেন...

Advertisment

"সারাদিন শুধু খেলাম। আমাদের মুখ্যমন্ত্রী শান্তিতে বসতে দেয় নি। শুধু এটা খাও ওটা খাও। এই নিয়েই ছিলেন উনি। তবে, আমার একটাই বক্তব্য, নিরামিষ আইটেম বেশি ছিল। ওটা খেতে আমার খুব কষ্ট হয়েছে। আরেকটু বেশি যদি আমিষ আইটেম থাকত তবে ভাল হতো।" বলেই হেসে ফেলেন তিনি। যদিও বন্ধু স্যামি পরে সামলে নেন। অভিনেত্রী বলেন, আমি তো দারুণ খেয়েছি। অনেকগুলোই আইটেম ছিল।

যদিও, রণজয় মুখ্যমন্ত্রীর আতিথেয়তা সকলের সামনেই বললেন। তাঁর কথায়, যখন মুখ্যমন্ত্রী কোনও দায়িত্ব নেন তখন সেটা দারুণ সুন্দর হবে এটাই তো স্বাভাবিক।

Mamata Banerjee tollywood Entertainment News