অভিনেতা অভিনেত্রীর পরিচয় এখন শুধুই অভিনয়ের দৌলতে নয়। তাঁরা কেউ রাজনীতি করছেন আবার কেউ সমাজসেবা। অন্তত, একথাই বললেন ঋদ্ধি সেন।
নিজের ঝাঁঝালো মন্তব্যের কারণেই মাঝেমধ্যে শিরোনামে থাকেন তিনি। সামাজিক অবক্ষয় হোক অথবা রাজ্য রাজনীতি, ঋদ্ধির কলমে আটকায় না কিছুই। নিজের মতামত সকলের সামনে ফুটিয়ে তোলাই তাঁর আসল লক্ষ্য। জন্মসূত্রে দেখেছেন অভিনয়। এমনই একটি বাড়িতে জন্ম, যেখানে অভিনয় জড়িয়ে রয়েছে রক্ত - গন্ধ এবং ঘামে। অল্প বয়সেই জাতীয় পুরস্কার ভরেছেন নিজের ঝুলিতে। অভিনেতার কথায়, অভিনয় ছাড়া নানাভাবে একজন অভিনেতা পরিচিত পাচ্ছে। যেমন?
আরও পড়ুন < প্রথম সন্তান চার মাসের, ফের নতুন ফুল ফোটার সংবাদ দিলেন অভিনেত্রী মাহিয়া মাহি >
ঋদ্ধির কথায়, একেই সোশ্যাল মিডিয়ার যুগ। মানুষ এবং তারকারা প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব জানান দিতে ব্যস্ত। যে তিনি সকলের মধ্যে আছেন, একটা স্টারডম বাঁচিয়ে রাখার চেষ্টা। তিনি বললেন, "আজকাল অভিনেতারা অভিনয় ছাড়া বাকি সবকিছুর জন্য চিহ্নিত হচ্ছে। সেটা আমরা নিজেদের দায়ে করছি। কেউ রাজনীতি করছেন, কেউ ইনস্টাগ্রামে রিল বানাচ্ছেন আবার কেউ সমাজসেবা করছে। এটা করে না আমরা প্রতিটা পেশাকে অপমান করছি। দু নৌকায় পা দিয়ে চলা যায় না। আমি যখন অভিনেতা আমায় সবাই চিনবে অভিনেতা হিসেবে। কেন চিনবেন আমায় মানুষ, এটা কিন্তু বড় প্রশ্ন। আমি একদম বিশ্বাস করি না যে অভিনেতার অন্যদিকে চোখ দেওয়া উচিত।"
উল্লেখ্য, কিছুদিন আগেই ঋদ্ধির আঁতেল অভিনেতা প্রসঙ্গে অনেকেই বাঁকা চোখে তাকান। কেউ কেউ তো এমনও বলেছিলেন, এটুকু বাচ্চা ছেলে আবার অভিনয়ের কী বোঝে। ঋদ্ধির কথায়, অভিনেতা ভাল বা খারাপ অভিনয় করেন। এর বাইরে আর কোনও শব্দ যায় না।