Advertisment

Rishi Kaushik: 'আপাদমস্তক ভুল মানুষের সাথে পথ চলার চাইতে সারাজীবন একলা চলা অত্যন্ত সুখ…', হঠাৎ কেন এমন বললেন ঋষি কৌশিক?

Rishi Kaushik- টেলিভিশনের জনপ্রিয় মুখ ঋষি কৌশিক। অনেক হিট সিরিয়াল উপহার দিয়েছেন। বর্তমানে তিনি হিন্দি সিরিয়াল ঝনকে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি এমন একটি পোস্ট করলেন.

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Actor Rishi kaushik shared a post on relationship tollywood news

rishi kaushik: কেন এমন বললেন ঋষি?

টলিপাড়ায় হচ্ছেটা কী? একের পর এক শুধু বিচ্ছেদের গল্প। তাঁদের মধ্যে যদিও বা বেশিরভাগই গুঞ্জন। কিছুদিন ধরেই অর্জুন এবং শ্রীজার বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা হয়। যদিও তাঁরা সম্পূর্ণটাই রটনা বলেই জানিয়েছেন। কিন্তু এরই মাঝে....

Advertisment

ফের এবার একজন তারকা এমন একটি পোস্ট করেছেন যাতে অনেকেই অনেক কিছু ভেবে ফেলেছেন। কেন? সেই তারকা আসলে টলিউডের টেলিভিশনের জনপ্রিয় মুখ ঋষি কৌশিক। অনেক হিট সিরিয়াল উপহার দিয়েছেন। বর্তমানে তিনি হিন্দি সিরিয়াল ঝনকে ভিলেনের চরিত্রে অভিনয় করছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি এমন একটি পোস্ট করলেন...যাতে তিনি একা থাকার কথা বলেন।

অভিনেতা তাঁর স্ত্রী দেবযানীকে নিয়ে অনেকবার দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসেছেন। দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বারবার নজরে এসেছে সকলের। তবে, আজ তিনি যা লিখছেন, তাতে চমকে উঠেছেন অনেকেই। মিরর সেলফি তুললেন ঋষি। সেই ছবি শেয়ার করেই লিখলেন...

"মেরুদণ্ডহীন, আত্মসন্মানহীন, লোভী এবং আপাদমস্তক ভুল মানুষের সাথে পথ চলার চাইতে সারাজীবন একলা চলা অত্যন্ত সুখ, শান্তি এবং সন্মানের।"

অভিনেতা বাংলায় ইস্টি কুটুম, কোরা পাখির পাশাপাশি ওপার বাংলায় অনেক নাটক উপহার দিয়েছেন তিনি। এখন তিনি বাংলার পাশাপাশি এখন হিন্দি সিরিয়ালে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে, কোনোভাবেই এর সঙ্গে বিচ্ছেদের কোনও সম্পর্ক নেই। অভিনেতার সঙ্গে তাঁর স্ত্রীর নানা ছবি আজও সমাজ মাধ্যমের পাতায় বর্তমান। কিন্তু, অভিনেতার এই পোস্ট দেখে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা।

কেউ বললেন, একথা একদম সত্যি। আবার কেউ বললেন, লেখাটা ভাল, কিন্তু এভাবে বলবেন না! ভয় লাগে। আবার কেউ বললেন, আপনি ১০০ শতাংশ সত্যি কথা বলেন।

tollywood Entertainment News
Advertisment