Advertisment
Presenting Partner
Desktop GIF

ফুটবল পায়ে ব্রিটিশ-বধ! ভিন্ন স্বাদের 'মুক্তি'র গল্প বলবেন ঋত্বিক, রইল ট্রেলার

সাধারণতন্ত্র দিবসে আসছে 'মুক্তি'।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ritwick Chakraborty, Ditipriya Roy, Arjun Chakraborty, Web series Mukti, মুক্তি, ঋত্বিক চক্রবর্তী, ঋত্বিকের ওয়েব সিরিজ, দীতিপ্রিয়া রায়, অর্জুন চক্রবর্তী, bengali news today

ঋত্বিক চক্রবর্তী অভিনীত ওয়েব সিরিজ 'মুক্তি'

সদ্য হইচই প্ল্যাটফর্মে ভিন্ন স্বাদের থ্রিলার সিরিজ নিয়ে হাজির হয়েছিলেন গোয়েন্দা 'গোরা', থুড়ি ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)। সেই গোরা-ই কিনা এবার গোরা সৈন্যদের বিরুদ্ধে সম্মুখ সমরে! আসলে ওয়েব প্ল্যাটফর্মে এক ভিন্ন স্বাদের স্পোর্টস ড্রামা নিয়ে আসছেন অভিনেতা। শনিবার সেই সিরিজ 'মুক্তি'র (Mukti) প্রথম ঝলক প্রকাশ্যে এল।

Advertisment

আদ্যোপান্ত দেশপ্রেমের গল্প। ফুটবল-প্রীতির প্রেক্ষাপটে লেখা হয়েছে। ঋত্বিক সেখানে ব্রিটিশ সরকারের অধীনস্থ কর্মী জেল সুপার। তবে কর্মস্থলে গোরা সৈন্যদের পদানত হলেও মনে-প্রাণে মাতৃভূমিকে ব্রিটিশদের নাগপাশ থেকে মুক্ত করার জন্য ফুটছেন। টিজারেই মিলল মুক্তির স্বাদ আঘ্রাণের জন্য বাংলার বিপ্লবীদের ফুটবল পায়ে অহিংস লড়াইয়ের গল্প। অনেকটা যেন গোলোন্দাজ-এর ধাঁচে।

সিরিজের গল্পে সালটা ১৯৩১। ঋত্বিক চক্রবর্তী এখানে জেল সুপার রামকিঙ্কর। একজন নীরব দেশপ্রেমিকও বটে! ব্রিটিশদের হাতে বন্দী বিপ্লবীদের পায়ে ফুটবল ঠেলে দিয়ে অনুপ্রেরণা জোগাবেন এক অন্য লড়াইয়ের জন্য। আগামী ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসে ওয়েব প্ল্যাটফর্ম জি ফাইভে রিলিজ করবে 'মুক্তি'। পরিচালকের আসনে রোহন ঘোষ। প্রযোজনা করেছে ফ্যাটফিশ।

<আরও পড়ুন: এখনও ICU-তে করোনায় আক্রান্ত লতা, সুরসম্রাজ্ঞীর সুস্থতার জন্য প্রার্থনার আর্জি ডাক্তারের>

ঋত্বিক ছাড়াও অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, দীতিপ্রিয়া রায়, চিত্রাঙ্গদা চক্রবর্তী, চান্দ্রেয়ী ঘোষ, সুদীপ সরকার প্রমুখ। টিজারে দেখা গেল, মেদিনীপুরের এক জেল সুপার রামকিঙ্কর ওরফে ঋত্বিক। সেখানেই বন্দি হয়ে আসেন বিপ্লবী অবতারে অর্জুন চক্রবর্তী। জেলে ইংরেজদের নিত্যদিনের অত্যাচার থেকে বিপ্লবীদের মুক্তি দিতে রামকিঙ্কর এক ফন্দি আঁটেন। রাজবন্দিদের ফুটবল প্রশিক্ষণ দেন। ওদিকে ব্রিটিশ সৈন্য আধিকারিক অহমবোধে চ্যালেঞ্জ ছোঁড়েন- বিপ্লবীরা তাঁদের বিরুদ্ধে ফুটবল ম্যাচে জিততে পারলে দেশ ছেড়ে দেবেন তাঁরা। তারপর? বাকি গল্প দেখুন জি ফাইভে ২৬ তারিখ 'মুক্তি' সিরিজে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

arjun chakraborty tollywood Ditipriya Roy Ritwick Chakraborty Mukti Web Series Entertainment News
Advertisment