একেকটা চরিত্র মানুষকে নানা ধরনের অনুভূতি, এবং ভালোলাগা উপহার দিয়ে যায়। অভিনেতা হিসেবে তো বটেই তবে, খুব স্বাভাবিকভাবেই কাছের মানুষের একজন হয়ে ওঠেন তারা। এমনিও বাংলার মানুষ ধারাবাহিকে বুঁদ হয়ে থাকেন। ঠিক সেরকমই দীর্ঘদিন একটা চরিত্রকে বাঁচার পর, যখন সেই অধ্যায় শেষ হয়, তখন যেন এমনই মনে হয়।
অভিনেতা রুবেল দাসের বাড়ির বাইরে একটা মালা রাখা। এই বাড়িতেই দীর্ঘদিন তিনি সৃজন হিসেবে দিন কাটিয়েছেন। প্রায় বছর দুয়েক, ইন্দ্রপুরী স্টুডিওর এই বাড়িতেই তাঁদের আস্তানা ছিল। কিন্তু এখন সেসব অতীত। একসময়ের বেঙ্গল টপার এই ধারাবাহিক, নিম ফুলের মধু শেষ হয়েছে। সেই কারণেই আবেগে ভেসেছেন সিরিয়ালের তারকারা। এতগুলো দিন একসঙ্গে থাকা, নানা মুহূর্ত উপভোগ করা, স্মৃতির পাতায় রয়ে যায় সেসব দিন। আর রুবেল, সৃজন হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিলেন।
তাই তো, যখন সৃজন হিসেবে তাঁর অধ্যায় শেষ হল, দত্ত বাড়ির আঙিনা থেকেই মন খারাপের রেশ আরও বেশি করে অনুভব করলেন তিনি। অভিনেতা নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন দত্ত বাড়ির একটি ছবি। দরজা বন্ধ, এবং বাড়ির নেমপ্লেটে একটি মালা পড়ানো। অভিনেতা সেই ছবি শেয়ার করেই লিখলেন...
"দত্ত পরিবার, একটা গোটা আড়াই বছরের যাত্রা, সৃজন এই সবকিছু মনে থাকবে I প্রত্যেক শুরুর একটা শেষ থাকে, এই সত্যটা কে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় সকলকে I এই যাত্রার অবসান হল তবে দর্শকের একরাশ ভালবাসা আর শুভেচ্ছা নিয়ে, এই অনেক... ধন্যবাদ জানাই zeebangla কে আমায় সৃজন চরিত্রটি উপহার দেওয়ার জন্যে I আশীর্বাদ করবেন যেনো আর এক অন্য রূপে আপনাদের মন জয় করতে পারিI শেষে বলব, লং লিভ নিম ফুলের মধু..."
উল্লেখ্য, একটা শেষ হতে না হতেই তিনি তাঁর নতুন সিরিয়ালের ঘোষণা করেছেন। সেখানে মোহনা মাইতির সঙ্গে তাঁকে দেখা যাবে। এই ধারাবাহিকে তিনি অভিনয় করছেন একজন হিরো হিসেবে।