/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/12/salman-2.jpg)
সলমন খান
৫৬তম জন্মদিনের আগের রাতেই সাপের কামড় খেয়েছেন। তাও আবার একবার নয়! তিন-তিনবার। ৬ ঘণ্টা হাসপাতালে থাকার পর তিন যখন ফার্মহাউজে ফিরলেন, বন্ধু-আত্মীয়দের রসিকতার সুরে একটাই প্রশ্ন- "সাপটা মরে যায়নি তো?" তবে ভাইজান এখন পুরোপুরি ফিট। জন্মদিনের পার্টিতে নেচে মাত করেছেন। আর এবার তো একধাপ বাড়িয়ে আরেক কাণ্ড ঘটিয়ে বসলেন। পানভেলের রাস্তায় প্রকাশ্যেই অটো চালালেন। পরনে হাফপ্যান্ট। উৎসুক জনতার ভীড় দেখেও কোনও ভ্রুক্ষেপ নেই! আর ভাইজানের এমন কীর্তিই এখন নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।
ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির পোশাক পরেই বেড়িয়েছেন সলমন (Salman Khan)। পানভেলে আপাতত ছুটির মেজাজে সুপারস্টার। পরনে নীল টি-শার্ট, হাফপ্যান্ট। মাথায় টুপি। পানভেলের রাস্তায় প্রকাশ্যেই অটোরিকশা চালাচ্ছেন। ফার্মহাউজ থেকে ৩৫ কিলোমিটার দূরে এদিন ভাইজান অটো চালিয়ে যান। রাস্তার লোকেরা তখন বলিফড সুপারস্টারের এহেন অবতার দেখে তো হতবাক! কোনওরকম তারকাসুলভ আচরণ নেই। নিজের মনেই অটো চালাচ্ছেন। সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করতেও ভোলেননি পাপ্পারাজিরা। যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া সরগরম।
<আরও পড়ুন: শ্রীলেখার স্বপ্নবিভ্রাট! ‘মুখ্যমন্ত্রী ভরতনাট্যম শেখাচ্ছেন’ বলছেন অভিনেত্রী>
গত সপ্তাহেই পুরো পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে পানভেলের ফার্মহাউজো নিজের দন্মদিন উদযাপন করতে গিয়েছিলেন ভাইজান। তারপর দিনই ঘটে বিপত্তি! জঙ্গল থেকে এক সাপ ঘরে ঢুকে পড়ে। সেখানে ত্রাতার মতো হাজির হয়ে যখন সলমন সাপটিকে বের করতে যান, তখনই ৩ বার সাপ কামড় বসায় তাঁর হাতে। তবে সেই ঘটনার পরও সাপের কোনও ক্ষতি করেননি তিনি। বরং জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন