Advertisment

Shankar Chakraborty: প্রয়াত অভিনেতা শঙ্কর চক্রবর্তী? খবর রটতেই তুমুল শোরগোল...

সকাল বেলা খবর রটতেই অভিনেতার ফোনে একের পর এক ফোন যাওয়া শুরু। নিজেই যেন ভেবে উঠতে পারলেন না, এসব কোথা থেকে কী রটে গেল

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Actor Shankar chakraborty death news circulated actor's gave a reply

বাঙালি অভিনেতার মৃত্যুর খবরে শোরগোল

অভিনেতা শঙ্কর চক্রবর্তী নাকি প্রয়াত! সকাল থেকেই এমন একটি খবর রটেছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা নাকি গত হয়েছেন? এমনটাই জানা যেতেই হইচই পড়ে যায়। গতবছর তাঁর স্ত্রী সোনালীকে হারিয়েছেন। তারপর থেকে অত বড় বাড়িতে একাই থাকেন তিনি।

Advertisment

তাই সকাল বেলা খবর রটতেই অভিনেতার ফোনে একের পর এক ফোন যাওয়া শুরু। নিজেই যেন ভেবে উঠতে পারলেন না, এসব কোথা থেকে কী রটে গেল। তিনি সংবাদমাধ্যমে সটান জানালেন, দিব্যি রয়েছেন। কোনও সমস্যা নেই। বাড়িতে তিনি একা থাকেন তিনি। মেয়ে মুম্বাইতে থাকেন। কিন্তু, নিজের মৃত্যু নিয়ে এমন খবর শুনে যেন স্তম্ভিত তিনি...

সোজা বললেন, "দিব্যি ভাল রয়েছি। ফোনের পর ফোন আসছে। এসব গুজব কে রটাল আমি জানি না।" অভিনেতা হতবাক হয়ে রয়েছেন। একটা বছর, স্ত্রীকে হারানোর পর নিজেকে একদম গুটিয়ে ফেলেছিলেন তিনি। শুধু তাই নয়, জীবনে অনেক বদল এসেছিল। এমনকি, মদের মধ্যে ডুবিয়ে নিয়েছিলেন নিজেকে। কিন্তু, এখন অনেকটাই পাল্টেছেন সেসব অভ্যাস।

কিন্তু, অভিনেতা এইসব গুজব শুনে খুব একটা অবাক হননি। বরং, তাঁকে বলতে শোনা যায়, তাঁর নানা বক্তব্যের ভুল চর্চা হচ্ছে। তিনি যা বলছেন, সেটাই বিকৃত করা হচ্ছে। তিনি এও জানিয়েছেন, শুধু এটাই শোনা বাকি ছিল, যে তিনি মারা গিয়েছেন।

উল্লেখ্য, তাঁকে তোমাদের রানী ধারাবাহিকের পাশাপাশি দাবাড়ু ছবিতেও দেখা গিয়েছে। ধারাবাহিকে বেশ জনপ্রিয় মুখ তিনি। তাঁর পাশাপাশি তাঁকে দেখা যায় থিয়েটারের মঞ্চএও। এবং সেই কারণেই তিনি বেঁচে আছেন একথাও জানিয়েছেন তিনি।

tollywood shankar chakraborty Entertainment News
Advertisment