Advertisment
Presenting Partner
Desktop GIF

অক্ষয়দের সঙ্গে হাসিঠাট্টা-ই কাল হল? শুটিং শেষে বাড়ি ফিরতেই হার্ট অ্যাটাক অভিনেতা শ্রেয়াসের!

এখন কেমন আছেন তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
actor shreyas talpade got heart attack

শ্রেয়াস

কাল রাত হতেই মিলেছিল দুঃসংবাদ! হার্ট অ্যাটাক হয় অভিনেতা শ্রেয়াস তালপড়ের। অভিনেতাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।

Advertisment

ওয়েলকাম ৩ এর শুটিং চলাকালীন ঘটেছে এই দুর্ঘটনা। অভিনেতা পুরো দলের সঙ্গে কাজ করছিলেন। সঙ্গে ছিলেন অন্যান্য সহ-অভিনেতারাও। শুটিং চলাকালীন কোনও অসুস্থতা বোধ না করলেও, তারপরই যত বিপত্তি। দিব্যি হাসিঠাট্টা করছিলেন। তারপর বাড়িও ফিরলেন।

অভিনেতার স্ত্রী দিপ্তি জানিয়েছেন, বাড়ি ফিরেই তাঁর শারীরিক অস্বস্তি বাড়তে থাকে। শুধু তাই নয়, তাঁকে হাসপাতালে নিয়ে আসার পথে হৃদরোগে আক্রান্ত হন তিনি। কেমন আছেন এখন অভিনেতা?

সুত্র মারফত জানা গিয়েছিল, অভিনেতার এঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। এর বেশি আর কিছু জানানো হয়নি। তাঁর স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য পরে জানানো হবে বলেই খবর মিলেছে। বেশ, চেনা মুখ তিনি। সিনেমার ইতিহাসে নানা গুরুত্বপূর্ণ ভুমিকায় তাঁকে দেখা গিয়েছে।

Advertisment

অভিনেতাকে আগামীদিনে দেখা যাবে, কঙ্গনার এমারজেন্সি ছবিতে। সেখানে অটল বীহারীর ভুমিকায় দেখা যাবে তাঁকে। যদিও, ওয়েলকাম ৩ ছবিতে এক বিরাট স্টারকাস্ট রয়েছে। অক্ষয়-সুনীল এবং পরেশ রাওাল ছাড়াও দেখা যাবে এক ঝাঁক তারকাকে।

Shreyas Talpade bollywood Entertainment News
Advertisment