সোনু সুদের (Sonu Sood) মুকুটে নয়া পালক! অভিনেতাকে পাঞ্জাবের 'আইকন' ঘোষণা নির্বাচন কমিশনের। গোটা অতিমারী আবহে দুস্থদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তাঁদের ভূমিপুত্র, সেই প্রেক্ষিতেই এবার নির্বাচন কমিশন পাঞ্জাবের 'আদর্শ ব্যক্তিত্ব'র মর্যাদা দিল বলিউড অভিনেতাকে। সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল ভিপি সিং টুইটারে সোনু সুদকে শুভেচ্ছা জানিয়েছেন।
অতিমারী আবহে গোটা লকডাউনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শোনা গিয়েছে শুধু একটাই নাম- সোনু সুদ। এমন কঠিন সময়ে তিনিই হয়ে উঠেছিলেন দুস্থ-দরিদ্রদের ‘মসিহা’। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর পাশাপাশি বহু দুস্থ পরিবারের পাশেও দাঁড়িয়েছেন। কোথাও অনাথ শিশুদের দায়িত্ব নিয়েছেন, আবার কোথাও বা হতদরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনার খরচ জুগিয়েছেন। দুস্থ পরিবারের সন্তানদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন। এমন মানবসেবার জোরে ইতিমধ্যেই আদায় করে নিয়েছেন আন্তর্জাতিক প্রশংসা। আর সেই অভিনেতাকেই এবার বিশেষ সম্মান প্রদর্শন করল পাঞ্জাব নির্বাচন কমিশন।
অতিমারী আবহে ভূমিপুত্র সোনুর এমন অভিনব উদ্যোগ দেখে অনেকেই অভিনেতাকে 'ভারত রত্ন' দেওয়ার দাবি তুলেছেন। এদিকে পাঞ্জাবের নির্বাচন কমিশনার এস কে রাজু তাঁকে রাজ্যের 'আদর্শ ব্যক্তিত্ব' করতে চেয়ে প্রস্তাব পাঠান জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। সোনু সুদের মানবিকতাবোধ, দায়িত্বজ্ঞান, সচেতনতা যাবতীয় গুণকে আদর্শ মেনেই যাতে পাঞ্জাববাসীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন, সেই লক্ষ্যেই অভিনেতাকে 'স্টেট আইকন অফ পাঞ্জাব'-এর মর্যাদা দেওয়া হল।