অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায়। বুধবার সকালে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপ জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রের খবর। মূলত, সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিস)-র কারণেই ভর্তি হয়েছেন সৌমিত্রবাবু। চারজনের একটি চিকিৎসকের দলের পর্যবেক্ষণে রয়েছেন সৌমিত্র। আপাতত আইসিইউতে রাখা হয়েছে অভিনেতাকে। ফুসফুসেও সংক্রমন ছড়িয়েছে বলে খবর।
বেশ কয়েক বছর ধরেই অসুস্থ বর্ষীয়ান এই অভিনেতা। নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। এদিন সকালে অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসুর সঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-র তরফে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''বাবার সিওপিডি রয়েছে। পটাশিয়াম, সোডিয়ামেও ঘাটতি দেখা গেছে। তবে চিকিৎসকরা বলেছেন, আপাতত স্থিতিশীল রয়েছে বাবা।''
সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টে ভোগেন বিশিষ্ট এই অভিনেতা। কিন্তু, এই পর্যায়ে কখনও অসুস্থ হননি তিনি। বর্তমানে ৮৪ বছর বয়স অভিনেতার। শ্বাসকষ্টের পাশাপাশি বার্ধক্যজনিত রোগও রয়েছে সৌমিত্রবাবুর। তবে আপাতত অবস্থা স্থিতিশীল বর্ষীয়ান এই অভিনেতার।