/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/swara.jpg)
রাহুল গান্ধীর ভারতজোড়ো পদযাত্রায় স্বরা ভাস্কর
আগস্ট মাসের কথা। রাহুল গান্ধীকে নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করেছিলেন স্বরা ভাস্কর। বলেছিলেন, ‘পাপ্পুর মতোই বলিউডের অবস্থা’। আর তার মাস তিনেক পরেই কিনা এমন উলটপুরাণ! রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো পদযাত্রায় হাঁটলেন স্বরা। এমন দৃশ্যই দেখা গেল বৃহস্পতিবার।
মধ্যপ্রদেশের উজ্জয়নে এদিন ভারত জোড়ো পদযাত্রা হচ্ছিল, সেখানেই রাহুল গান্ধির পাশে মেজাজে হাঁটতে দেখা যায় অভিনেত্রীকে। কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলেও এই ছবি শেয়ার করে লেখা হয়েছে- আজ প্রসিদ্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর ভারত জোড়ো পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। আমাদের সমাজের সকলের উপস্থিতিতে এই যাত্রা সফল হয়েছে।
অন্যদিকে স্বরা ভাস্করও ভারত জোড়ো পদযাত্রার সমর্থনে সুর চড়িয়েছেন। এক ছবিতে দেখা গেল, রাহুলের দিকে ফুলের তোড়াও এগিয়ে দিচ্ছেন আম-আদমি সমর্থক অভিনেত্রী। উল্লেখ্য, এর আগে লোকসভা নির্বাচনের সময়ে আম-আদমি পার্টির হয়ে প্রচার করেছিলেন স্বরা ভাস্কর। তার আগে বাম শিবিরের কানহাইয়া কুমারের হয়েও বিহারে প্রচার সেরেছেন অভিনেত্রী। গেরুয়া-বিরোধী রাজনৈতিক শিবিরের হয়ে প্রায়ই সুর চড়াতে দেখা যায় স্বরাকে। এবার রাহুল গান্ধীর ভারতজোড়ো আন্দোলনে দেখা গেল স্বরাকে।
Only passing @RahulGandhi a bouquet a young man in the surging crowd brought & was desperately trying to get across to RG.. :)
You gotta be here to feel the energy and the love. Seriously, join @bharatjodo yatra people. Resist hate. Stand up for our country! 🇮🇳❣️✨ pic.twitter.com/0HJYwdUpKM— Swara Bhasker (@ReallySwara) December 1, 2022
আপাতত ভারত জোড়ো যাত্রা চলছে রাহুল গান্ধীর। বৃহস্পতিবার কংগ্রেসের সেই পদযাত্রাতেই রাহুল গান্ধীর পাশে হাঁটলেন, তার অবসরে কথাও বললেন স্বরা ভাস্কর। আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পাপ্পারাজিরা। সেসব ছবি-ভিডিও ভাইরাল হতেই তুমুল শোরগোল নেটদুনিয়ায়। প্রশ্ন উঠেছে, স্বরা ভাস্কর কি তাহলে এবার কংগ্রেসে যোগ দিলেন? সেই উত্তর যদিও অধরা।
<আরও পড়ুন: মঞ্চেই উসষীকে ধাওয়া করলেন রচনা! কোনমতে পালিয়ে বাঁচলেন জুন আন্টি>
প্রসঙ্গত, গত আড়াই মাস ধরেই রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা চলছে। তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা হয়ে কং-সভাপতি এবার মহারাষ্ট্রে প্রবেশ করেছে। আগামী ৩ মাস এই যাত্রা চলবে। আর সেই পদযাত্রাতেই যোগ দিয়েছিলেন স্বরা। উল্লেখ্য, এর আগে হায়দরাবাদে ভারত জোড়ো পদযাত্রায় রাহুলের পাশে দেখা গিয়েছিল আরেক বলিউড অভিনেত্রী পূজা ভাটকে। এছাড়াও এই পদযাত্রায় হেঁটেছেন রিয়া সেন, অমন পালেকর, রেশমি দেশাইরা।