Advertisment

Urmila Matondkar Filed Divorce: মহসিনকে আতঙ্কবাদী বলতেই ক্ষেপেছিলেন ঊর্মিলা, এবার তাঁর সঙ্গেই ৮ বছরের বিয়ে ভাঙছেন অভিনেত্রী?

Urmila Matondkar and her husband Mohsin Akhtar- আলাপ হয়েছিল এক ডিজাইনারের সুত্রে। সেখান থেকে আজ জল এতদূর গড়িয়েছে, যে বিয়ে ভাঙতে বাধ্য হলেন তিনি! ৮ বছরের দাম্পত্যে ফাটল অভিনেত্রীর।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
urmila matondkar

Urmila-Mohsin: ঊর্মিলা-মহসিনের বিচ্ছেদ?

The actor has filed for divorce- বলিউড অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর বিয়ের আট বছরের ইতি টেনে স্বামী মহসিন আখতার মীরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। এই দম্পতির একটি ঘনিষ্ঠ সূত্র indianexpress.com নিশ্চিত করেছে যে অভিনেতা মুম্বাইয়ের বান্দ্রায় বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। এটাও জানা গেছে যে বিচ্ছেদ পারস্পরিক নয়, এবং ফাইলিং চার মাস আগে হয়েছিল। 

Advertisment

রিপোর্ট বলছে, ৫০ বছর বয়সী এই অভিনেতা অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছেন। মুম্বাইয়ের আদালতের একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। উর্মিলা ইনস্টাগ্রামে মোট ১৫০ জনকে ফলো করেন, তবে মহসিন তাদের মধ্যে একজন নন। অভিনেতা অবশ্য মহসিনের সঙ্গে ছবি সরাননি। এই দম্পতিকে একসঙ্গে দেখা শেষ পোস্টটি ছিল ২০২৩ সালের ঈদে। মহসিনের সঙ্গে একটি ছবি শেয়ার করে ঊর্মিলা লেখেন, 'শান্তি ও সম্প্রীতির জন্য সকলের প্রার্থনা কবুল হোক.. ভালোবাসা, দয়া ও করুণার জয় হোক!"

একই বছর, তিনি তার স্বামীর জন্য একটি জন্মদিনের পোস্ট শেয়ার করেছিলেন। উর্মিলা মাতন্ডকর ২০১৬ সালে কাশ্মীরি ব্যবসায়ী ও মডেল মহসিনকে বিয়ে করেন। সূত্রের খবর, বন্ধু তথা সেলিব্রিটি ডিজাইনার মণীশ মালহোত্রার মাধ্যমে পরিচয় হয় উর্মিলা ও মহসিনের। ঊর্মিলা 'দিল্লাগি', 'খুবসুরত', 'ওম জয় জগদীশ', 'জুদাই'-এর মতো ছবির জন্য পরিচিত।

কে এই মহসিন আখতার মীর?

মহসিন মূলত কাশ্মীরের বাসিন্দা এবং একজন মডেল এবং ব্যবসায়ী। ২১ বছর বয়সে মডেলিং ও অভিনয়ে ক্যারিয়ার গড়ার জন্য তিনি মুম্বাই চলে আসেন। ২০০৭ সালে মিস্টার ইন্ডিয়া প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন মহসিন। মহসিন প্রীতি জিনতার সাথে একটি বিজ্ঞাপনে প্রথম ব্রেক পেয়েছিলেন। ২০০৯ সালে 'ইটস আ ম্যানস ওয়ার্ল্ড' চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার অভিষেক ঘটে। ফারহান আখতার অভিনীত 'লাক বাই চান্স'-এ ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ঘৃণার মুখে পড়েছেন মহসিন

উর্মিলা ও মহসিনের বিয়ের পর মহসিন তাদের ইন্টারফেইথ বিয়ের জন্য সোশ্যাল মিডিয়ায় ঘৃণার সম্মুখীন হন। ঊর্মিলা একবার বলেছিলেন, "ওকে সন্ত্রাসবাদী বলা হত, পাকিস্তানি বলা হত। সর্বোপরি, আমার স্বামী শুধু একজন মুসলিম নন, তিনি একজন কাশ্মীরি মুসলিম। আমরা দু'জনেই আমাদের নিজস্ব উপায়ে আমাদের ধর্ম অনুসরণ করি এবং এটাই আমাকে ট্রোল করার জন্য তাদের একটি বড় প্ল্যাটফর্ম দিয়েছে। কোথায় যাওয়া উচিত তার একটা সীমা আছে"। ঊর্মিলা হতাশা প্রকাশ করে বলেন, "ওরা আমার উইকিপিডিয়া পেজও বদলে দিয়েছে। এটা বিশ্বাসের বাইরে ছিল।"  

bollywood bollywood movie Bollywood News Urmila Matondkar bollywood actress Bollywood Celeb Home
Advertisment