/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/11/Vicky-1.jpg)
বিয়ার গ্রিলসের সঙ্গে রোমাঞ্চকর বন্য অভিযানে ভিকি কৌশল
জ্যান্ত কাঁকড়া পাকড়াও করে চিবিয়ে খেলেন। তিমি দেখে সমুদ্রে ঝাঁপ দেওয়ার আগে বেয়ার গ্রিলসের (Bear Grylls) সামনে 'জয় বজরং বলি' মন্ত্রও জপ করলেন ভিকি কৌশল (Vicky Kaushal)। কখনও গভীর জঙ্গলে আবার কখনও বা উত্তাল ভারত মহাসাগরের বুকে শোয়ের চ্যালেঞ্জ নিলেন অভিনেতা। আজ্ঞে, ‘ইনটু দ্য ওয়াইল্ড’ (Into The Wild)-এর ট্রেলারে এমন রোমহর্ষক দৃশ্যই দেখা গেল। মাত্র ৪৫ সেকেন্ডের ঝলকেই ভিকি-গ্রিলস বুঝিয়ে দিলেন যে, মূল শো কতটা দুর্ধষ। আর তা দেখেই ভিকি-অনুরাগীদের উন্মাদনার পারদ চড়েছে। অতঃপর অভিনেতার উদ্দেশে 'উড়ি' স্টাইলে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, "হাউজ দ্য জোশ?"
এখানেই শেষ নয়! জানেন কি ভিকি কৌশলের আদতে হাইড্রোফোবিয়া ছিল? কিন্তু 'ইনটু দ্য ওয়াইল্ড' শোয়ের জন্য সেই ভয়ও কেটে গিয়েছে। গ্রিলসের সঙ্গে বন্য অভিযান প্রসঙ্গে বলিউড অভিনেতার মন্তব্য, "দারুণ অভিজ্ঞতা। তবে বিশেষভাবে উল্লেখ করব, আজ গ্রিলস সঙ্গে না থাকলে আমি হয়তো কোনও দিনই সাঁতারের ভয় কাটিয়ে উঠতে পারতাম না। তাও আবার মহাসাগরের বুকে। হ্যাঁ আমার হাইড্রোফোবিয়া ছিল। তবে এই শোয়ের পর কাটিয়ে উঠেছি। উত্তাল মাঝসমুদ্রে ভেসে থাকা অত সহজ নয়! তবে গ্রিলস যেভাবে ক্রমাগত অনুপ্রেরণা আর উৎসাহ জুগিয়ে যাচ্ছিল, সেইজন্যই এটা সম্ভব হয়েছে।"
<আরও পড়ুন: হাতে সিগারেট, ক্যামেরায় চোখ! সত্যজিতের ভূমিকায় জিতুকে দেখে চেনা দায়>
ওদিকে অ্যাডভেঞ্চার প্রেমী গ্রিলসও বলিউডের ‘সার্জিক্যাল হিরো’র প্রশংসায় পঞ্চমুখ। বলছেন, "ভিকি বিশ্বের অন্যতম গভীর ম্যানগ্রোভ অরণ্যে হেঁটেছেন। শুধু তাই নয়, মহাসাগরের বুকে তিমির সঙ্গেও লড়েছেন। দর্শকরা এক অন্য ভিকিকে দেখতে পাবেন এই শোয়ে। আমার সত্যিই ভাল লেগেছে দেখে যেভাবে নিজের ভয়ের জায়গাগুলো কাটিয়ে উঠেছেন ভিকি।, "
ডিসকভারি চ্যানেলের রোমাঞ্চকর শো ‘ইনটু দ্য ওয়াইল্ড’-এ ভিকি কৌশলের সঙ্গে গ্রিলসের বন্য অভিযান কেমন হতে চলেছে, তা নিয়ে বেজায় কৌতূহলী দর্শকরা। ট্রেলার দেখে সেই উন্মাদনার পারদ আরও চড়েছে। আগামী শুক্রবার, ১২ নভেম্বর চোখ রাখুন ডিসকভারি চ্যানেলে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন