প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী বিদ্যা সিনহা

সিনেমা ও টেলিভিশন অভিনেত্রী বিদ্যা সিনহা প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

সিনেমা ও টেলিভিশন অভিনেত্রী বিদ্যা সিনহা প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

author-image
IE Bangla Web Desk
New Update
vidya sinha

বিদ্যা সিনহার জীবনাবসান।

সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় মুখ বিদ্যা সিনহা। পতি পত্নী অউর ওহ এবং ছোটি সি বাত-এর মতো ছবির জন্য পরিচিত অভিনেত্রী প্রয়াত। বৃহস্পতিবার জীবনাবসান হয় তাঁর। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হলেছিল ৭১ বছর। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালের আইসিসিইউতে ভর্তি ছিলেন তিনি।

Advertisment

১৮ বছর বয়সে মডেল ও অভনেত্রী হিসাবে কেরিয়ার শুরু করেছিলেন বিদ্যা। ১৯৭৪ সালে পরিচালক বসু চট্টোপাধ্যায় তাঁকে 'রজনীগন্ধা' ছবিতে কাস্ট করেন। এই রোমান্টিক ছবিই তাঁর ঝুলিতে এনে দেয় অসংখ্য পুরস্কার। ১৯৭৫ সালে এই ছবির জন্যই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান বিদ্যা।

তারপরেই ১৯৮৬ সালের জনপ্রিয় ছবি 'কিরায়েদার' তাঁকে বলিউডে উচ্চতার শীর্ষে পৌঁছে যায়। পরে জিটিভির 'কবুল হ্যায় ক্যায়া', স্টার প্লাসের 'কুলফি কুমার বাজেওয়ালা'-র মতো ধারাবাহিকে কাজ করেছেন বর্ষীয়ান এই অভিনেত্রী। করিনা কাপুর ও সলমন খানের বডিগার্ড ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।

Advertisment

১৯৬৮ সালে ভেঙ্কটেশওরণ আইয়ারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী, ১৯৯৬ সালে প্রয়াত হয়েছিলেন তাঁর স্বামী। তারপরে নিজের দত্তক কন্যাকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে চলে যান। সেখানেই ২০০১ সালে চিকিৎসক নেতাজী ভিমরাও সালুঙ্খেকে বিয়ে করেছিলেন বিদ্যা সিনহা।

Read the full story in English