/indian-express-bangla/media/media_files/2025/03/30/9BweU7xKnWt9SVTM1eEJ.jpg)
Darshana-Sourav: কী সমস্যার মধ্যে পড়লেন তারকা দম্পতি? Photograph: (Instagram)
Darshana Banik-Sourav Das Harassed in Malda: অভিনেতা সৌরভ এবং দর্শনা বণিক - মালদায় গিয়ে যে সমস্যার শিকার হয়েছেন সেকথা প্রকাশ্যেই জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি নিজে মুখেই সেখানে গিয়ে হেনস্থার কথা জানিয়েছেন। শো অর্গানাইজারদের অব্যবস্থাপনার কারণে তারকারা যেভাবে দিনদিন সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাতে করে তাদের ফেসলস হচ্ছে মারাত্মকভাবে।
মালদায় গিয়ে সেরকম এক ঘটনার কবলে পড়েছিলেন দর্শনা এবং সৌরভ। সমাজ মাধ্যমে একটি ভিডিও করেই নিজেদের অবস্থান সম্পর্কে তাঁরা জানিয়েছেন। মালদায় নর্থ বেঙ্গল রানওয়ে শো উপলক্ষে গিয়েছিলেন তাঁরা। কিন্তু, সেখানে গিয়ে যে এহেন চূড়ান্ত সমস্যার শিকার হবেন, আশাও করেননি। ভিডিওর শুরুতেই সৌরভ বলতে থাকেন, "সম্প্রতি নেহা কক্কর অস্ট্রেলিয়াতে শো করতে গিয়ে একটি সমস্যার শিকার হয়েছে শুনেছিলাম। আমাদের আজ স্টেজ টাইম ছিল সাড়ে আটটার সময়।"
অর্গানাইজেশন এর কারণে তারকারা ক্ষোভের মুখে পড়ছেন। সাধারণ মানুষ, নিজেদের অর্থ এবং সময় বের করে তাঁদের দেখতে আসেন, তাঁদের সঙ্গে সময় উপভোগ করতে আসেন। কিন্তু, অর্গানাইজেশনের মিস ম্যানেজমেন্টের কারণেই তাঁদের সমস্যায় পড়তে হয়। সৌরভ এও জানান, নেহার ঘটনার পরই তিনি ভিডিও করার সিদ্ধান্ত নিয়েছেন। নইলে, মানুষ আসল সত্যি থেকে বঞ্চিত থাকবেন। কী বলছেন সৌরভ? তিনি জানিয়ে দিলেন, তাঁদের আজ এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল। জানুয়ারি থেকে অনেক লিফলেট গিয়েছে, মালদার মানুষ জানেন যে তাঁরা থাকবেন। অনেকেই দর্শনাকে জিজ্ঞেস করেছে যে তাঁরা আসছেন কিনা। সৌরভ এও জানান যে তাঁকে এডভ্যান্স দিয়ে বুক করা হয়েছিল।
পারিশ্রমিক নিয়েও গন্ডগোল হয়েছে ম্যানেজম্যান্টের সঙ্গে। সৌরভ বলছেন, "আমরা সাধারণত ইমেলের মাধ্যমে কথাবার্তা বলি। সেখানে লেখা ছিল, যে ইভেন্ট ডের আগের দিন তাঁরা পারিশ্রমিক দিয়ে দেবেন। আমরা আসব, এখানে শো করব তারপর চলে যাব। কিন্তু বিষয়টা হচ্ছে, গতকাল থেকে আমাদের টিমের সঙ্গে তাঁদের কোনো কমিউনিকেশন হয়নি। আমরা ভীষণ হ্যারাসমেন্টার শিকার হলাম। আমি সারারাত বিষ্ণুপুর ছিলাম শুটিংয়ে। দর্শনা লখনৌ থেকে ফিরেছে। কী ভাগ্যিস ওর মালদায় আরেকটা শো ছিল, সেটা ও করতে পেরেছে। আমি এখানে ৮ ঘণ্টা যাত্রা করে এলাম। কিন্তু, আমাদের যে পারিশ্রমিক দেওয়ার কথা ছিল, তাঁরা সেটা দেননি, কথা রাখেননি তাঁরা।"
এই কারণেই তাঁরা স্টেজে যেতে পারছেন না। ম্যানেজম্যান্টের তরফে যেন কোনও ভুল তথ্য না তারকাদের নামে মিথ্যে না ছড়ানো হয়, সেকারণেই তিনি এই ভিডিও করেন। সৌরভ সাফ বললেন, আপনাদের জানিয়ে রাখলাম, যাতে কেউ এটা না বলে, যে আমরা কথা দিয়েও আসিনি। আমাদের খারাপ লেগেছে। তাঁকে অনেকবার ফোন করা হয়েছিল, সে প্রথমত ফোন ধরেনি। অন্য লোকজনকে দিয়ে তাঁকে ফোন করিয়ে বলা হয়েছিল যে যোগাযোগ করতে। কিন্তু না, তাঁর কথা অনুযায়ী গেলেই টাকা দিয়ে দিত, তবে সেরকম কিছু দেখা যায়নি।"
শুধু তারা নয়, ফ্যাসাদে পড়েছেন তাঁদের দলের সদস্য থেকে হোটেল মালিক এবং অনেকেই। নিজের দোষ না থাকলেও সৌরভ ক্ষমা চেয়ে লিখলেন, "আমরা ছাড়া যারা ভুক্তভোগী তাদের জন্যও আমরা দুঃখিত। হোটেল মালিক, কস্টিউম ডিজাইনার, মেকআপ আর্টিস্টসহ আরও অনেকে আছেন, যারা তাদের পাওনা পায়নি। অবাক হলাম, যে এই শো গুলি কিভাবে উৎস হয়ে উঠেছে গণ্ডগোলের।