Ahana Dutta-Pregnancy: টলিপাড়ার বুকে আরও একজনের মা হওয়ার খবর। কিছুদিন আগেই মেয়ে সন্তানের মা হয়েছেন বলে খবর জানিয়েছিলেন অনিন্দিতা। আর এবার গতকাল রাতেই সুখবর দিয়েছেন সকলের প্রিয় মিশকা অর্থাৎ অহনা দত্ত। কিছুদিন আগেই গাঁটছড়া বেঁধেছিলেন তাঁর প্রিয় মানুষটির সঙ্গে।
অহনা অর্থাৎ যিনি, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মিশকা হিসেবে বহু মানুষকে যেমন আনন্দ দিয়েছেন তেমনই, কেউ কেউ আবার অতিরিক্ত বিরক্ত হয়েছেন তাঁকে দেখে। কিন্তু, এবার তাঁর নতুন অধ্যায় শুরু করার পালা। মাতৃত্বের প্রথম ধাপ অনুভব করেছেন তিনি। গতকাল সমাজ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, আগষ্ট মাসেই তাঁদের উজ্জ্বল নক্ষত্র আসছে। তাঁর এই খুশির মুহূর্ত ভাগ করে নিতেই ফোন করেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। অভিনেত্রী হাসতে হাসতেই জানিয়েছেন...
"এখন তো ও খুব ছোট্ট। অল্প অল্প বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ! আমিও ওর সঙ্গে আসতে আসতে বড় হচ্ছি। তাই এখন অনেকটাই অন্যরকম অনুভূতি হচ্ছে।" মেয়েদের জীবনে মা হওয়ার অধ্যায় একদম নতুন। শুধু তাই নয়, এই একটা সময়ই নানা ধরনের অনুভূতি কাজ করে মেয়েদের। প্রথম এই খবরটা যখন শুনলেন তিনি, তখন প্রতিক্রিয়া কী ছিল? অভিনেত্রীর কথায়... "ভয় পেয়েছিলাম। খুব ভয় পেয়েছিলাম। আসলে আমি আর আমার হাসব্যান্ড দুজনেই দুজনের সব। আর তো কেউ নেই। সেকারণে সবটা সামলে উঠতে পারব না, বাকি আরও অনেককিছু নিয়েই খুব ভয় ছিল।"
মাতৃত্ব এমন একটা বিষয়, যখন অনেককিছু শিখতে হয়। তখন সঙ্গে অভিজ্ঞ মানুষের প্রয়োজনও হয়। অহনার কি সেরকম কিছু টিপস দরকার? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন... "আমার সত্যিই কোনও টিপসের দরকার নেই। কারণ, মা হওয়াটা একটা অভিজ্ঞতা। আর কারওর থেকে শুনে বুঝে আমি কিই বা করব। কারণ, আমার বাচ্চা যে তাঁর বাচ্চার মতো হবে এমনটা তো নিশ্চই না। সকলের সন্তান যেভাবে বড় হয়, আমারটাও হবে।" যদিও অভিনেত্রী জানিয়েছেন, সম্পূর্ন বিষয়টা খুব স্বাভাবিকভাবে দেখছেন তিনি। কিন্তু ছেলে না মেয়ে? কোনটা চান তিনি?
অভিনেত্রীর কথায়, মনের একটা ইচ্ছে তো আছেই, সেটা না হয় চাপা থাক। কিন্তু সুস্থ সন্তানের কামনাই করছেন হবু মা অহনা।