Advertisment

শর্ত রেখেই কাজ করেন অনামিকা সাহা! হাজার হাজার মানুষের সামনে এ কী বলে বসলেন তিনি?

জনপ্রিয় অভিনেত্রীর কথা শুনে চমকে উঠলেন সকলে

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anamika saha, anamika saha news, anamika saha update, anamika saha tolly news, অনামিকা সাহা, বিন্দুমাসি অনামিকা সাহা, অনামিকা সাহার ডায়লগ tolly news, tollywood, entertainment news, today entertainment news, latest entertainment news, entertainment news update, টলিউড

অনামিকা সাহা...

অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কতকিছুই না হয়। বিভিন্ন জায়গায় শো করতে গিয়ে নানা বিপদ যেমন ঘটে তেমনই দারুণ সব মুহূর্তের সাক্ষীও থাকেন তাঁরা। তেমনই কিছু ঘটেছিল অনামিকা সাহার সঙ্গে।

Advertisment

গ্রামে যাত্রা হোক অথবা শো, যখনই যান একটা জিনিসই  ঘটে থাকে। কিন্তু সেটা কি? আজও মনে রেখেছেন তিনি সেসব ঘটনা? দীর্ঘদিন অভিনয় করেছেন সিনেমায়। প্রসেনজিৎ থেকে চিরঞ্জিত, এমনকি দেব জিৎ বাদ পড়েননি কেউই। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু, আজও সেদিনের কথা মনে করেই বেশ অন্যরকম উত্তেজনা অনুভব করেন তিনি।

আরও পড়ুন < ছেলে ইউভানের সঙ্গে হিংসেও করেন বাবা রাজ! তুখোড় প্রমাণ দিলেন শুভশ্রী >

প্রায় ৪০০ এর বেশি ছবি। তাঁর সঙ্গে আইকনিক সব ডায়লগ। সবথেকে জনপ্রিয় বিন্দুমাসির সেই চরিত্র। সেই চেহারা এবং লুক আজও মনে রেখেছেন তিনি। দিদি নম্বর ওয়ানের মঞ্চে বলেন, "আমি যখনই গ্রামে যাই প্রায় কুড়ি বাইশহাজার লোক। তাঁরা আমায় দেখলেই একটা কথা বলেন, ডায়লগ বলো। আর আমিও তখন শুরু করি একটা খেলা। শুধু একটাই কথা বলি, ডায়লগ তো বলবই। কিন্তু আমার একটা শর্ত আছে। আমি যেই ডায়লগ বলব, তোমাদের উত্তর দিতে হবে এটা কোন ছবির ডায়লগ! আর সত্যি বলতে গেলে ওরা দিব্যি সুন্দর বলে দেয় যে এটা 'শশুরবাড়ি জিন্দাবাদের' ডায়লগ না এটা 'বেদের মেয়ে জোছনার' ডায়লগ।"

উল্লেখ্য, বাংলাদেশের মানুষ তিনি। ক্লাস ফাইভে কলকাতায় এসে ভর্তি হন। ধীরে ধীরে থিয়েটার শুরু করেন। সেই থেকেই সিনেমার পর্দা। অভিনয়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন দীর্ঘদিন।

tollywood Entertainment News
Advertisment