scorecardresearch

দুঃসংবাদ টলিপাড়ায়! জুন মাসেই প্রয়াত স্বামী, এবার না ফেরার দেশে অভিনেত্রী অনন্যা

শোকের ছায়া বিনোদনজগতে।

Ananya Chatterjee, অনন্যা চট্টোপাধ্যায়, Bengali Television actress Ananya Chatterjee, ছোটপর্দার অভিনেত্রী অনন্যা, প্রয়াত অনন্যা চট্টোপাধ্যায়, Tollywood News, টলিউডের খবর, গাঁটছড়া সিরিয়াল, Indian Express Entertainment News, Bengali News today
না ফেরার দেশে টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়

ফের দুঃসংবাদ বাংলা বিনোদুনিয়ায়। না ফেরার দেশে চলে গেলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। শুক্রবার সকালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অনন্যা চট্টোপাধ্যায়ের। খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া টলিউডে।

‘তিথির অতিথি’, ‘গাঁটছড়া’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন অনন্যা। বহু সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছে কখনও মায়ের ভূমিকায়, আবার কখনও বা দিদি-বউদি, পিসির চরিত্রে। ‘চারমূর্তি’ সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। সেই অভিনেত্রী-ই আজ চলে গেলেন না ফেরার দেশে। অনন্যা চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর প্রকাশ্যে আনেন পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী।

[আরও পড়ুন: ‘ধর্মযুদ্ধ’ সরিয়ে ‘বিসমিল্লা’কে নন্দনে জায়গা করে দিলেন রাজ, আপ্লুত ইন্দ্রদীপের কুর্নিশ]

এদিন সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অনন্যার। ফুসফুসে সংক্রমণ হওয়ায় ভর্তি ছিলেন হাসপাতালে। চিকিৎসাও চলছিল। তবে শুক্রবার। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনন্যা।

প্রসঙ্গত, অনন্যার ছেলে দেবাঞ্জন চট্টোপাধ্যায়ও অভিনয় জগতেই রয়েছেন। মাস দুয়েক আগে জুন মাসেই স্বামীকে হারিয়েছেন তিনি। এবার নিজেও চিরঘুমে প্রবীণ অভিনেত্রী। অনন্যার প্রয়াণে শোকবার্তা জানান অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও। বলেন, “একই সিরিয়ালে কাজ করেছিলাম। খুব কষ্ট হচ্ছে দেবাঞ্জনের কথা ভেবে।” অন্যদিকে টেলিপাড়ার আরেক অভিনেত্রী শ্রুতি দাসের কথায়, “ভাল মানুষেরা খুব তাড়াতাড়ি চলে যান..।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Actress ananya chatterjee dies