Sana Khan Mother Dies: ফের বিনোদন জগৎ-এ মৃত্যুসংবাদ। মঙ্গলে যেন সবই অমঙ্গল! ২৪ জুন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অনুপমা খ্যাত অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, বিশিষ্ট কমেডিয়ান ও অভিনেতা বিরাজ গেহলানি তাঁর ঠাকুমাকে হারিয়ে শোকার্ত। কয়েক ঘণ্টার মধ্যেই আরও এক চরম দুঃসংবাদ। একদা অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী সানা খানের জীবনে শোকের ছায়া। মা সইদা খানকে হারালেন অভিনেত্রী সানা খান। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে গেলেন তিনি। মঙ্গলবারই মুম্বইয়ের ওশিয়ারা করবস্থানে সানা খানের শেষকৃত্য সম্পন্ন হবে। মায়ের আত্মার শান্তি কামনা করেছেন। সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমেই মৃত্যুসংবাদ সকলের সঙ্গে শেয়ার করেছেন সানা।
/indian-express-bangla/media/post_attachments/bdefa1e8-89a.jpg)
ইনস্টা স্টোরিতে আল্লাহকে স্মরণ করে মায়ের স্মৃতিতে সানা লিখেছেন, 'আমার মা সইদা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অবশেষে আল্লাহর কাছে চলে গেলেন। ওশিয়ারা কবরস্থানেই নামাজ পাঠ করা হবে। রাত ন'টা বেজে ৪৫ মিনিটে ইশা সালাতের পরই করব দেওয়া হবে। আপনাদের সকলের প্রার্থনা কাম্য। আমার মায়ের আত্মা শান্তি পাবে।' ২০২৩ সালে মায়ের সঙ্গে কাটানো অতীতের সুন্দর মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন।
আরও পড়ুন বন্ধ ফ্ল্যাটে দেহ পচেগলে একসা! পারভিন ববির মতোই করুণ পরিণতি জনপ্রিয় অভিনেত্রীর
ক্যাপশনে লেখা, 'মা আমার জুতোর ফিতে বাঁধার চেষ্টা করছেন। যাতে আমি হাঁটতে যেতে পারি। মায়ের ভালবাসার কাছে সব ফিকে। আমাদের জন্য মা সবসময় নিজের সর্বস্ব ত্যাগ করেছেন। সন্তান যতই বড় হয়ে যাক, মায়ের কাছে সে চিরদিন ছোট। আমি ফিতে বাঁধতে পারি না। তখন খুব কাঁদছিলাম। আজ যখন ভিডিওটা দেখছি তখনও খুব কেঁদেছি। মায়ের ভালবাসা ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'
২০২০ সালে সানা মায়ের সঙ্গে ইনস্টা হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে লিকেছিলেন, মায়ের আশীর্বাদের থেকে বড় কিছু হতে পারে না। মা আছে মানে জীবন পরিপূর্ণ। মা নেই মানে কিছু নেই। প্রসঙ্গত, ২০২০ সালে শো-বীজকে গুডবাই জানান সানা খান। সেই বছরের ২১ নভেম্বর মুৎতি আনাস সৈয়দের সঙ্গে নিকহা করেন। তাঁদের জীবনে রয়েছে দুই সন্তান। রূপোলি দুনিয়া থেকে বিদায় নিলেও নিজের পডকাস্ট রয়েছে এককালীন অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী সানা খানের।
আরও পড়ুন 'তোমাকে খুব মিস করব', প্রিয়জনকে হারিয়ে আবেগপ্রবণ জনপ্রিয় বাঙালি অভিনেত্রী