এবছরই আসছে সুখবর! মাতৃদিবসে জানালেন অঙ্কিতা-সৌমিত্র

অভিনেত্রী অঙ্কিতা মজুমদার ও তরুণ উদ্যোগপতি সৌমিত্র পালের জীবনে আসছে নতুন অতিথি। মাতৃদিবসে সেই সুখবরটি জানালেন দুজনে সোশাল মিডিয়ার মাধ্যমে।

অভিনেত্রী অঙ্কিতা মজুমদার ও তরুণ উদ্যোগপতি সৌমিত্র পালের জীবনে আসছে নতুন অতিথি। মাতৃদিবসে সেই সুখবরটি জানালেন দুজনে সোশাল মিডিয়ার মাধ্যমে।

author-image
IE Bangla Web Desk
New Update
Actress Ankita Majumder Paul is expecting a baby in September

স্বামী সৌমিত্র পালের সঙ্গে অঙ্কিতা মজুমদার পাল। ছবি: অঙ্কিতার ফেসবুক প্রোফাইল থেকে

গত বছর জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার। সেই নতুন জীবনে এবার আসতে চলেছে নতুন অতিথি। স্বামী সৌমিত্র পালের সঙ্গে যৌথভাবে সেই কথাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন অঙ্কিতা ১০ মে মাতৃদিবসে। পরিবারে সন্তান আসার সুখবর জানাতে এর চেয়ে ভাল দিন আর হয় না, এমনটাই লিখেছেন অঙ্কিতা-সৌমিত্র।

Advertisment

মাদার্স ডে-তে অভিনেত্রী অঙ্কিতা মজুমদার তাঁর সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন যে আর কয়েক মাস পরেই তিনি মা হতে চলেছেন। আগামী সেপ্টেম্বর মাসেই পরিবারে নতুন সদস্যের আগমন ঘটবে।

আরও পড়ুন: শুটিংয়ে মায়ের মতোই যত্নে রাখেন আরকে, আহমেদদা! মাতৃদিবসে তাঁদের কথা বললেন নায়িকারা

২০১৯ সালের জানুয়ারিতে খুবই ধুমধাম করে বিয়ে হয় অঙ্কিতা-সৌমিত্রর। প্রায় সপ্তাহব্যাপী চলে সেলিব্রেশন। গুয়াহাটির বাসিন্দা, তরুণ উদ্যোগপতি সৌমিত্র পালের মধ্যেই অভিনেত্রী যে তাঁর আদর্শ জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন, সেকথা জানিয়েছিলেন তখনই। আর বিয়ের পরে তাঁর জীবন যে পুরোপুরি সৌমিত্রময়, সেকথাও বলেছেন একাধিক সাক্ষাৎকারে।

Advertisment

অভিনেত্রী এখন যতটা সম্ভব বিশ্রামের মধ্যেই রয়েছেন। আগামী অন্তত এক বছর তাই অভিনয় থেকে তাঁর বিরতি। বিয়ের পরে তাঁর অভিনয় নিয়ে কখনও কোনও আপত্তি ছিল না সৌমিত্রর। সেকথাও সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন অঙ্কিতা আগেই। কিন্তু পরিবারে যখন নতুন সদস্য আসছে, তখন তার জন্য কিছুদিন অভিনয় থেকে দূরে থাকতেই হবে।

দেখে নিতে পারেন ফেসবুক পোস্টটি নীচের লিঙ্কে ক্লিক করে--

কলকাতার কোহিনূর-সহ একাধিক বাংলা ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিতা। বহু জনপ্রিয় ধারাবাহিকের মুখ্য চরিত্রেও দর্শক দেখেছেন তাঁকে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল 'জড়োয়ার ঝুমকো'। দর্শক তাঁকে এখন অনেকদিন মিস করবেন পর্দায় তা যেমন ঠিক, আবার যে কোনও নারীর জীবনে এই অভিজ্ঞতাটা খুব গুরুত্বপূর্ণ, সেটাও অস্বীকার করার কোনও উপায় নেই। তাই নতুন যে প্রাণ আসছে, তার জন্য নিজেকে সুস্থ রাখা ও সতর্ক থাকা সবচেয়ে জরুরি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

TV Actor TV Actress