আরজি কর কান্ডের মর্মান্তিক ঘটনার অনেকদিন অতিক্রান্ত, তাও বিচার পাওয়ার নাম নেই। দিনের পর দিন পথে বসে, অভুক্ত থেকে আন্দলোন করে যেন লাভের লাভ কিছুই হয়নি আসলে। তারকারা, অনেকেই পথে নেমেছিলেন।
তাঁদের মধ্যে শ্রীলেখা মিত্র থেকে সুদীপ্তা চক্রবর্তী এমনকি উষশী চক্রবর্তী এমনকি বিদীপ্তা চক্রবর্তীর নাম উল্লেখযোগ্য। খেয়াল করলে দেখা যাবে বিদীপ্তা অনশনে পর্যন্ত বসেছিলেন। অভিনেত্রী হিসেবে দারুণ প্রশংসা কুড়িয়েছেন তিনি। অনেকেই বলেছিলেন, সহজেই যেন তাঁরা সুপার ওমান হয়ে উঠেছিলেন। তবে, অনেকের নজর এড়ায়নি তারকারা যেই নিজেদের কাজের কথা বলেছেন, তাঁরা কটাক্ষের স্বীকার হয়েছেন।
স্বস্তিকা মুখোপাধ্যায় কিংবা রুক্মিণী অথবা শুভশ্রী গঙ্গোপাধ্যায় সেই আওতায় পড়েছেন অনেকদিন ধরেই। এবার বিদীপ্তা চক্রবর্তীর পালা। অভিনেত্রী নিজের নতুন কাজের ঘোষণা করতেই কেউ কেউ যেন রেগে আগুন। অভিনেত্রীর নতুন কাজ আসতেই তিনি সেই সম্পর্কে জানালেন।
দিন তিনেক আগে দেখা গিয়েছিল, এসকে মুভিজের তরফে বেশ কয়েকটি নতুন কাজের ঘোষণা করা হয়েছে। যেখানে উরানচু বলে একটি সিনেমায় দেখা যেতে চলেছে প্রায় ৭ থেকে ৮ জন অভিনেত্রীকে। সব বয়সের নারীদের বিদেশ ভ্রমণ এবং স্বপ্ন পূরণের গল্প এই ছবি। যেখানে, অলকানন্দা রায় থেকে মানসী সিনহা, সৌরসেনি মৈত্র এবং বিদীপ্তাকে দেখা যেতে চলেছে। সেই খবর দিতেই অভিনেত্রীকে তেড়ে এলেন এক ব্যক্তি।
কথায় বলে, আজকাল মানুষ একে অপরের ভাল দেখতে পারেন না। আর তারকাদের দেখলে তো অনেকেই নিজেদের মন্তব্য ধরে রাখতে পারেন না। বিদীপ্তার পোস্টে একজন মন্তব্য করে বসলেন... "এই জন্যই কি এতো দ্রোহ বিদ্রোহে অংশ নিতে হলো? ওই টেক্কা টাইপ আর কি।" আর সেই ব্যক্তির এই মন্তব্য শুনে অভিনেত্রী উত্তরে বললেন...
"না জেনে বুঝে অদ্ভুত কথা বলেন কিন্তু! হাসি পায় আপনাদের এসব কথা শুনলে।" অভিনেত্রীকে সঙ্গ দিয়েই অনেকে বলেন, মানুষ কি কাজ কর্ম ছেড়ে দেবেন নাকি? আবার কেউ বললেন, "নিজে কি খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছেন?" আবার কেউ বললেন, "সবাই সব করবে, শুধু অভিনেতা অভিনেত্রীরা নিজেদের কাজ করবেন না?"
উল্লেখ্য, অভিনেত্রী একদিকে যেমন সিরিয়ালের চেনা মুখ, তেমনই সিরিজ থেকে সিনেমা নিজের অভিনয়ের মাধ্যমে সকলকে মুগ্ধ করেছেন তিনি।