/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/darshan.jpg)
দর্শন জরিওয়ালার বিরুদ্ধে কলকাতায় অভিযোগ দায়ের
মিডিয়া কর্মীর সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক! বলিউড অভিনেতা দর্শন জরিওয়ালার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক মিডিয়া কর্মী। এবং তিনি যা ভয়ঙ্কর অভিযোগ এনেছেন তাতে চমকে যেতে হয়...
যদিও তিনি কলকাতার বাসিন্দা কিনা সেই সম্পর্কে নানা তথ্য যাচাই করা প্রয়োজন। কিন্তু, সেই মহিলা কলকাতা পুলিশের কাছে হস্তক্ষেপ চেয়েই অভিযোগ দায়ের করেছেন। তদন্তের খাতিরে তিনি নিজের নাম প্রকাশ্যে আনেননি। তবে, সেই নির্দিষ্ট মিডিয়া কর্মী জানিয়েছেন দর্শনের সঙ্গে তাঁর গান্ধর্ব মতে বিয়ে হয়েছে। এমনকি, দর্শনের সন্তানের মা হতে চলেছেন তিনি।
বর্তমানে, অভিনেতা নিজের সমস্ত দায়িত্ব অস্বীকার করছেন। শুধু তাই নয়, এই গর্ভের সন্তান তাঁর নয়। এমনকি বিয়ের বিষয়টি সম্পূর্ন মিথ্যে বলেই জানিয়েছেন অভিনেতা। তবে, সেই মিডিয়া কর্মী জানিয়েছেন, তিনি সিনে আর্টিস্ট এসোসিয়েশনের কাছেও অভিযোগ করেছেন। জানা গিয়েছে, এই মিডিয়া কর্মী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সম্পূর্ন ঘটনার। পরে সেটি ডিলিট করেছেন। তাঁর তরফ থেকে সিনে আর্টিস্ট এসোসিয়েশনের কাছে যে অভিযোগ গিয়েছে তাতে বলা হয়েছে..
আরও পড়ুন - একদিকে ভাঙছে দীর্ঘদিনের ‘গাঁটছড়া’, অন্যদিকে ‘সিন্ড্যারেল্যা মনে’ ভাসছেন খড়ি শোলাঙ্কি
তাঁকে যেন CINTAA- র, সমস্ত ধরনের অফিসিয়াল পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকী অভিনেতার সদস্যপদ কেড়ে নেওয়ার দাবি করা হয়েছে। কলকাতা পুলিশের কাছে সমস্ত ঘটনা তিনি জানিয়েছেন। নিজের অভিযোগের বিরুদ্ধে নানা তথ্য প্রমাণ দিয়েছেন পুলিশের কাছে। কিন্তু, অভিনেতার তরফে অন্য কথা বলা হয়েছে।
তাঁর আইনজীবী জানিয়েছেন, এসব ঘটনা সম্পূর্ন মিথ্যে। অভিনেতা নিরপরাধ। যতক্ষণ না সমস্ত ঘটনা প্রমাণ হচ্ছে ততক্ষণ কোনও দোষ তাঁর ক্ষেত্রে লাগু হবে না, এমনকি সদস্যপদ যাবে না। উল্লেখ্য, অভিনেতা কাজ করেছেন নানা চরিত্রে। গান্ধী মাই ফাদার, ক্যা কুল হ্যায় হম ৩, কাহানি, গুরু, আজব প্রেম কি গজব কাহানি, নানা ছবি এবং সিরিয়ালে কাজ করেছেন। যদিও, বর্তমানে অভিনেতা চুপ রয়েছেন।