Deleena Dutta Controversy আরজি কর কান্ডের প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করছেন বেশিরভাগ। শুধু তাই নয়, তারকারাও সামিল হয়েছেন সেই তালিকায়। স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম উঠেছে সেখানে। এমনকি পিছিয়ে নেই সৃজিত মুখোপাধ্যায় থেকে দেবলীনা দত্তরাও। তবে...
রাস্তায় নেমে প্রতিবাদ করার অর্থ নিশ্চই জ্ঞান বোধ রসাতলে পাঠিয়ে নয়। এমনটাই এক ব্যক্তি উল্লেখ করেছেন দেবলীনার একটি ভিডিও দেখে। অভিনেত্রী প্রথম দিন থেকেই সক্রিয় ভূমিকায় ছিলেন। তাঁর থেকেও বড় কথা, নানা বিষয়ে তিনি কড়া মন্তব্য করেছিলেন। আর এবার দেবলীনা যা করেছেন, তাতে তাঁর কান্ডজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন উঠছে।
দেবলীনার ভিডিও ভাইরাল...
দেবলীনা জুনিয়র ডাক্তারদের প্রটেস্টে অংশ নিয়েছিলেন। সেখানে স্লোগান দেওয়ার পাশাপাশি তিনি যে এভাবে পুলিশ প্রশাসনকে অপমান করবেন, সেকথা নিশ্চই গ্রাহ্য নয়। অভিনেত্রীকে দেখা গেল নেচে গেয়ে স্লোগান তুলছেন। কিন্তু, তাঁর আক্ষরিক অর্থটি দাঁড়ায় ঠিক এমনই, পুলিশ তোমার গালে গালে, মারব চটি তালে তালে। এমনকি অভিনেত্রী স্লোগানের মাধ্যমেই একথা বলছেন।
তাঁর সঙ্গে মাঝেমধ্যে অঙ্গভঙ্গি করে দেখাচ্ছেন। তিনি বলছেন, পুলিশ তোমার গালে গালে, আর বাকি ছাত্র ছাত্রীরা বলছেন, মারব চটি গালে গালে। কিছুক্ষণ পরেই সেটি প্রশাসনের গালে গালে শব্দে বদল নিল। আর অভিনেত্রীর এই ভিডিও সমাজ মাধ্যমে, ভাইরাল হতেই সমালোচনা। এক ব্যক্তি উল্লেখ করে লিখলেন...
"আপনি প্রশাসনের দিকে আপত্তিকর গালিগালাজ ছুঁড়ছেন দেখে অত্যন্ত বিরক্ত লাগছে। আমরা কীভাবে সবাইকে একই নজরে দেখতে পারি। অদ্ভুত লাগছে এখানেই, যে প্রশাসনের লোকজনের শারীরিক ক্ষতি করার জন্য যে উশৃঙ্খল সমাবেশ, তাতে আপনি উস্কানি দিচ্ছেন। লজ্জাজনক।"
কেউ বলছেন, উনি আর পরিচিত মুখ নন, তাই পাবলিসিটি পাওয়ার চেষ্টা করছেন। আবার কেউ বললেন, সবাইকে একই আসনে বসালে মুশকিল তো হবেই।