/indian-express-bangla/media/media_files/2025/06/04/28vTLIb8jfABVCX54lTA.jpg)
১৪ ঘণ্টার কঠিন অস্ত্রোপচার দীপিকার
Dipika Health:লিভারে টেনিস বলের মতো টিউমার। অসহ্য যন্ত্রণায় জ্বরও এসেছে। সারারাত প্রাথমিক চিকিৎসার পরও যখন জ্বর কমেনি তখন মুম্বইয়ের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক মেডিক্যাল টেস্টের পর পরিবারের সদস্যদের ভয়টাই সত্যি হয়েছে। স্টেজ ২ লিভার ক্যানসারে আক্রান্ত। তিনি হিন্দি মেগার অত্যন্ত পরিচিত মুখ দীপিকা কাকড়। অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম ইউটিউব চ্যানেলে দীপিকার অসুস্থতার খবর শেয়ার করেন। প্রতি মুহূর্তের হেলথ আপডেট দিচ্ছেন। তবে যেদিন জানতে পেরেছেন টিউমারটি ম্যালিগন্যান্ট সেদিন ইনস্টা স্টোরিতে সেই খবর নিজেই দিয়েছেন দীপিকা কাকড়। কঠিন সময়েও মনের জোর অটুট। দুধের শিশুকে রেখে হাসপাতালে দৌড়াদৌড়ি, স্তন্যপান বন্ধ করিয়ে দেওয়া কতটা চ্যালেঞ্জিং সেটা বুঝতে পারলেও নিরুপায় দীপিকা। ভক্ত থেকে সতীর্থ প্রত্যেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।
মঙ্গলবার দীপিকার অস্ত্রোপচার হবে সেই কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন শোয়েব। ২৪ ঘণ্টা কেটে গেলেও দীপিকার কোনও হেলথ আপডেট পাচ্ছিল না অনুরাগীরা। দুঃশ্চিন্তার মাঝে খানিক স্বস্তির খবর দিলেন শোয়েব। বুধবার বেলা গড়াতেই ইনস্টা স্টোরিতে অভিনেতা লিখলেন, 'সকলকে স্বাগত। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, গতকাল রাতে আমি ওঁর হেলথ আপডেট দিতে পারিনি। ১৪ ঘণ্টা একটানা ওটি-তে ছিল। তবে আল্লাহর কৃপায় সবকিছু আপাতত ঠিকই আছে। এখনও আইসিইউ-তেই আছে। একটু ব্যথা আছে। তবে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল। যাঁরা আমাদের কঠিন সময়ে পাশে আছেন, প্রার্থনা করছেন, মানসিকভাবে সাপোর্ট করছেন তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ। আইসিইউ থেকে বের করে আনার পর আমি প্রতি মুহূর্তের আপডেট দেব। আরও একবার সকলকে ধন্যবাদ। আমাদের জন্য প্রার্থনাটুকু করবেন।'
/indian-express-bangla/media/post_attachments/aff0fff8-939.jpg)
তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন প্রতিটি ভক্ত। শ্বশুরাল সিমর কা-তে দীপকার অভিনয় দারুণ উপভোগ করেছিল দর্শক। আর সেই ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী ফলক নাজ। Tale Masala-কে দেওয়া সাক্ষাৎকারে ফলক বলেছেন, তিনি দীপিকার সঙ্গে যোগাযোগের অনেকবার চেষ্টা করেছেন কিন্তু, কোনও উত্তর পাচ্ছেন না। বন্ধুর সঙ্গে কথা না হলেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। আহ্লাল-র কাছে প্রার্থনা করছেন দীপিকা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। ফলক আরও বলেছেন, তিনি দীপিকার বাড়ি গিয়েও দেখা করতে পারেন। কিন্তু, এইরকম পরিস্থিতিতে হঠাৎ যাওয়াতে ওঁরা অপ্রস্তুত হতে পারেন বলে আর যাননি।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us