Advertisment

'মুসলিম হয়ে ভারতে থাকা...', দেশে বাঁচার অনুভুতি প্রসঙ্গে অকপট হুমা কুরেশি

ভারতকে নিয়ে হুমার সোজাসাপটা স্বীকারোক্তি!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Huma Qureshi, Tarla, Indian muslim actor, PM Narendra Modi, US state visit, President Biden, democracy, Huma Qureshi news, Huma Qureshi bollywood, Huma Qureshi update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

হুমা কুরেশির বক্তব্য

হিন্দু-মুসলিম সমস্যায় জর্জরিত গোটা দেশ। একদিকে যখন পরস্পরের মধ্যে বিভেদ, তখনই তারকাদের মধ্যে এহেন কোনও সমস্যাই নেই। বরং ভারতে থেকেও মুসলিম ধর্মের মানুষ হিসেবে তাঁরা গর্বিত।

Advertisment

প্রসঙ্গে হুমা কুরেশি। অভিনেত্রী তরলা সিরিজে অভিনয় করেছেন। তারপর থেকেই তাঁর অভিনয় নিয়ে জোরালো চর্চা। সম্প্রতি এক সাক্ষাৎকারে, হুমা জানালেন ভারতে থাকার পরেও ইসলাম ধর্মাবলম্বী হয়েও তিনি কোনও অসুবিধাই বোঝেন নি। যেমন?

আরও পড়ুন < দিনরাত সিরিয়ালে অভিনয়, নিজের দোষেই ভাল মা হয়ে উঠতে পারলেন না পুষ্পিতা! >

আরও পড়ুন < ‘সলমনের মুখের ভাষা…ছিঃ’, Bigg Boss-এ প্রতিযোগীদের টার্গেট ভাইজানের, বিস্ফোরক অভিনেত্রী! >

ভারতে মুসলিমদের অধীকার প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাইলে অভিনেত্রী বলেন, "আমার কোনদিন মনেই হয়নি যে আমি মুসলিম। এদেশে আমি যে অন্য কেউ সেটা বুঝতেই পারিনি। আমার বাবা সালীম নামের একটা রেস্তরাঁ চালায় শেষ ৫০ বছর ধরে। ব্যক্তিগত স্তরে আমি এটা বুঝিনি। চারপাশের মানুষ হয়তো বুঝতে পেরেছে, কিন্তু এটা নিয়ে প্রশ্ন থেকেই যায় এবং সরকারের এটা নিয়ে ভাবা উচিত।"

উল্লেখ্য, মুম্বইয়ে দীর্ঘদিন ধরেই রয়েছেন কাজের সুত্রে। ভাই শাকিবের সঙ্গেই থাকেন তিনি। গাঁটছড়া বাঁধবেন কবে? সেই নিয়েও রয়েছে নানা প্রশ্ন। তবে, বিহারী চরিত্রে তাঁকে এই নিয়ে দুবার দেখা গেল। সেই নিয়েও উচ্ছ্বসিত অভিনেত্রী।

bollywood Huma Qureshi Entertainment News
Advertisment