Advertisment

'তুমি চাইলে হতে পারতে আমার বাগানের পাতাবিহীন গাছ…', কাকে বলছেন 'সুন্দরী' জয়া?

ব্যাপারটা কী?

author-image
IE Bangla Web Desk
New Update
jaya

অতিমারীতে গৃহবন্দী। তবে থেকে থাকেনি শিল্পীসত্ত্বা। গত লকডাউনে খুব অল্প সময়ে দিন কয়েকের মধ্যেই একটা শর্টফিল্ম বানিয়ে ফেলেছেন বাংলাদেশি পরিচালকের হাত ধরে। এবার কখনও বা কলম ধরছেন ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষ নিয়ে। কখনও তাঁর লেখনীতে ফুটে উঠছে মানবতার কথা, আবার কখনও বা বাংলাদেশী মহিলা সাংবাদিককে হেনস্তার বিরুদ্ধে প্রতিবাদ ছুঁড়ে দিয়েছেন শব্দরাজির মাধ্যমে। মনে করিয়ে দিয়েছেন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে বাকরুদ্ধ করলে তার পরিণাম ভুগতে হতে পারে দেশের জনতাকেই। জয়া আহসানের (Jaya Ahsan) প্রতিবাদী সত্ত্বা তো বটেই, রূপে-গুণেও মুগ্ধ অনুরাগীরা।

Advertisment

এপার-ওপার দুই বাংলা মিলিয়ে তাঁর গুণমুগ্ধ ভক্তের সংখ্যা নেহাত কম নয়। সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলেই তার প্রমাণ মেলে। কখনও তাঁর ছবিতে ফুটে ওঠা রূপে মুগ্ধ তাঁরা, আবার কখনও বা জয়ার স্পষ্ট কথায় বাহবা ছুঁড়ে দিয়েছেন তাঁরা। সোমবার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে তাঁকে দেখা গেল হালকা তাতের শাড়ি পরনে। সঙ্গে মানানসই গয়না। কখনও বা বাগানে আনমনে তাকিয়ে রয়েছেন তিনি। আবার কখনও বা উৎফুল্ল চিত্তে ধরা দিলেন জয়া। নেপথ্য, গোলাপি রঙের ফুল এক অন্যমাত্রাই যোগ করেছে ছবিতে। যা মন কেড়েছে নেটজনতার।

আর তাতেই কিনা হেঁয়ালি ক্যাপশন জুড়েছেন জয়া আহসান। লিখেছেন, "তুমি চাইলে হতে পারতে আমার বাগানের পাতাবিহীন গাছ, ভর্তি ফুলের মেজেন্ডা বাগানবিলাস…" কার উদ্দেশে পাতাবিহীন গাছ হওয়ার বার্তা দিলেন জয়া? নেটজনতার একাংশ সেই প্রশ্নই ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রীর উদ্দেশে।

tollywood Jaya Ahsan
Advertisment