/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/kajal.jpg)
Kajal News: কাজলের সঙ্গে অশালীন আচরণ! ছবি-টুইটার
তারকা বলেই কি সবকিছু মেনে নিতে হবে? অনুষ্ঠানে গিয়ে যদি তাঁর সঙ্গে অশালীন আচরণ হয়, তবে নিশ্চই মেনে নেওয়া সম্ভব না। অভিনেত্রী কাজলের সঙ্গেও যেন ঠিক এমনটাই হল।
গিয়েছিলেন একটি অনুষ্ঠানে। হায়দ্রাবাদে একটি ষ্টোর লঞ্চ অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছিল। পরনে লাল রঙের স্লীট গাউন, নিজে ভক্তদের মাঝে দাঁড়িয়েই সেই অনুষ্ঠান উপভোগ করছিলেন। কিন্তু হঠাৎ করেই তাঁর সঙ্গে এক অস্বস্তিকর ঘটনা। অভিনেত্রীর কোমর ধরে বসলেন এক অনুরাগী! তারপর?
কী ঘটেছে আসলে?
একটি ষ্টোর লঞ্চ অনুষ্ঠানে গিয়ে দক্ষিণী তারকা কাজল আগরওয়ালকে পড়তে হল অপ্রীতিকর পরিস্থিতিতে। ছবি তুলতে গিয়ে এক ভক্ত হঠাৎ করেই তাঁর কোমর ধরে বসেন। আর এতে, সঙ্গে সঙ্গে ঝটকা দিলেন তিনি। তাঁকে স্পষ্ট পাশ থেকে সরিয়ে দেন। শুধু তাই নয়, আঙ্গুলের ইশারায় জানতে চান - "হচ্ছেটা কী?" যদিও এরপর সেই ব্যক্তিকে আর তবে ধারেকাছে দেখা যায়নি।
Fan/random Guy Misbehaving with actress #KajalAggarwal in a event🙄🙄 pic.twitter.com/I68WdTbxLl
— Movies & Entertainment (@Movies_Ent_) March 6, 2024
কিন্তু, অভিনেত্রীর সঙ্গে হয়ে যাওয়া ঘটনায় তিনি যথেষ্ট অস্বস্তিতে। এমনকি যে ভিডিওটি শেয়ার করা হয়েছে তাতেও রেগে আগুন অভিনেত্রীর অনুরাগীরা। তাদের কথায়, মেয়েদের গায়ে হাত দেওয়া ছাড়া আর কিছু নেই?
উল্লেখ্য, কিছুবছর আগেই মা হয়েছেন কাজল। বেশ কিছুদিন তিনি সরেছিলেন ইন্ডাস্ট্রি থেকে। কিন্তু, তাতে কী! সামনে এখন অনেক কাজ! তেলেগু এবং তামিল পরপর দুটি ছবিতে তাঁকে দেখা যেতে চলেছে। সত্যভামায় একজন পুলিশের ভূমিকায় কাজ করতে চলেছেন তিনি। প্রসঙ্গত, বলিপাড়ায় তিনি বেশ চর্চিত মুখ। অনেক কাজ করেছেন। রণদীপ হুদা কিংবা অজয় দেবগণের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে বেশ কিছু ছবিতে।