Kajal Aggarwal Death News: সড়ক দুর্ঘটনায় প্রয়াত কাজল! সলমানের নায়িকার মৃত্যুর খবরে তোলপাড়, এরপর যা হল...

Kajal Aggarwal Accident: পথ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন কাজল। খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। গুজবের মাঝেই বেঁচে থাকার প্রমাণ দিলেন অভিনেত্রী।

Kajal Aggarwal Accident: পথ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন কাজল। খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। গুজবের মাঝেই বেঁচে থাকার প্রমাণ দিলেন অভিনেত্রী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
dded

সত্যিই প্রয়াত কাজল?

Kajal Aggarwal: রূপোলি দুনিয়ার সেলিব্রিটিদের নিয়ে প্রায়ই ছড়িয়ে পড়ে নানা গুজব। কখনও বেবি বাম্প উঁকি মারার গুঞ্জন তো কখনও আবার প্রেম-বিচ্ছেদ এমনকী জীবন্ত মানুষের মৃত্যুর খবর ঘিরেও তৈরি হয় উত্তেজনা। সম্প্রতি ঠিক এমন এক অভিজ্ঞতার সাক্ষী থাকলেন দক্ষিণী সুন্দরী কাজল আগরওয়াল। সোশ্যাল মিডিয়ায় আচমকা ছড়িয়ে পড়ে মৃত্যুর খবর। পথ দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন কাজল, এমন খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। গুজবের মাঝেই বেঁচে থাকার প্রমাণ দিলেন অভিনেত্রী কাজল আগরওয়াল। প্রমাণ করে দিলেন তাঁর নামে মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। সেই সঙ্গে ক্ষোভও উগরে দিয়েছেন। 

Advertisment

মৃত্যু গুজব খণ্ডন

সোমবার কাজল ইনস্টা স্টোরিতে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন তিনি বেঁচে আছেন এবং সম্পূর্ণ সুস্থ রয়েছেন। অভিনেত্রী লেখেন, 'কিছু ভিত্তিহীন খবর চোখে পড়ছে যেখানে বলা হচ্ছে দুর্ঘটনায় আমার মৃত্যু হয়েছে। সত্যি বলতে এটা খুবই হাস্যকর। কারণ ঘটনাটি একেবারেই সত্য নয়।' তিনি আরও যোগ করেন, 'ভগবানের কৃপায় আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমি সম্পূর্ণ নিরাপদে এবং খুব ভাল আছি। অনুরোধ করছি দয়া করে এই ধরনের মিথ্যা খবর প্রচার করবেন না। সত্যের দিকে মনোযোগ দিন।'

আরও পড়ুন 'দেরি হওয়ার আগে...', জাকির ভক্তদের জন্য দুঃসংবাদ, কী হয়েছে জনপ্রিয় কমেডিয়ানের?

Advertisment

খবরের সত্যতা যাটাই করতে ই-টাইমস অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিল। ফোনে কাজল শুধু বলেছিলেন, 'আমি এখন ব্যস্ত পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করব।' সম্প্রতি কাজল তাঁর স্বামী গৌতম কিচলুর সঙ্গে মালদ্বীপে ছুটি কাটাতে যান। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, 'মালদ্বীপের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। প্রায় প্রতি মাসেই মালদ্বীপে যাতায়াতটা ভীষণ উপভোগ করি। প্রত্যেকবার মালদ্বীপের প্রতি এই অমোঘ টান, চিরন্তন বন্ধন আর এই সূর্যাস্ত আমাকে বারবার আকৃষ্ট করে।' কাজল অভিনীত শেষ ছবি বিষ্ণু মাঞ্চুর 'কন্নাপ্পা'। 

আরও পড়ুন 'উদয়ের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় আমি খুব...', বিচ্ছেদ যন্ত্রণা নিয়ে মুখ খুললেন বাঙালি অভিনেত্রী

হিন্দি মুভি 'সিকন্দর'-এও অভিনয় করেছেন কাজল। সঙ্গে ছিলেন সলমান খান ও রশ্মিকা মন্দানা। কমল হাসানের ইন্ডিয়ান ৩ ছবিতে কাজ করবেন কাজল। এছাড়াও নীতেশ তিওয়ারির রামায়ণ-এও দেখা যেতে পারে বলে গুঞ্জন। শোনা যাচ্ছে, রাবণ অর্থাৎ যশের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন। 

Kajal Aggarwal