Advertisment
Presenting Partner
Desktop GIF

ছেলে জেহ-কে নিয়ে দার্জিংলিয়ে করিনা কাপুর, বাঁধভাঙা ভিড় বাগডোগরায়, দেখুন

পাহাড়ে লম্বা শিডিউলে থাকছেন করিনা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kareena Kapoor Khan in Darjeeling, Kareena Kapoor Khan, Sujoy Ghosh helmed web series, Jeh Ali khan, Kareena Kapoor in Bengal, দার্জিলিংয়ে করিনা কাপুর, করিনা কাপুর খান, সুজয় ঘোষ, সুজয় ঘোষের ওয়েব সিরিজ, ডিভোশন, bengali news today

দার্জিলিংয়ে করিনা কাপুর খান ও জেহ

শিলিগুড়ি, ১০ মে: মঙ্গলবার বেলায় বাগডোগরা বিমানবন্দরে উপচে পড়ল ভীড়। নেপথ্যে বলিউড তারকা করিনা কাপুর। ওয়েব সিরিজের শুটিংয়ে গন্তব্য পাহাড়। লোকেশন কালিম্পংয়ের লাভা ও দার্জিলিংয়ে। পরিচালক সুজয় ঘোষের এক ওয়েব সিরিজের শুটিংয়ের জন্যই আজ বিশেষ চার্টার্ড বিমানে করে মুম্বই থেকে বাগডোগরায় পৌঁছেছেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan in Darjeeling)। সঙ্গী ছোট ছেলে জেহ ও তাঁর দেখাশোনা করার আয়া। সইফ- ঘরনিকে দেখতে এদিন বাগডোগরা বিমানবন্দরে ভিড় উপচে পড়েছিল।

Advertisment

ওয়েব সিরিজের শুটিংয়ে দার্জিলিংয়ে এলেন করিনা কাপুর। মঙ্গলবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌছন করিনা। নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীতে সড়কপথে যান কালিম্পংয়ে। 'কাহানি' পরিচালক সুজয় ঘোষের (Sujoy Ghosh) একটি ওয়েব সিরিজে ১৮ দিন ধরে পাহাড়ে শুটিং করবেন বলে জানা গিয়েছে। করিনার সঙ্গে এসেছে তার দেড় বছরের পুত্রসন্তান জাহাঙ্গির আলি খান। এদিন করিনা কাপুরকে দেখতে বাগডোগরা বিমানবন্দরে উপচে পড়ে উৎসুক জনতার ভিড়।

publive-image
ছবি- সন্দীপ সরকার

প্রসঙ্গত, সুজয়ের এই ওয়েব সিরিজের নাম 'ডিভোশন' (Devotion)। থ্রিলারধর্মী গোয়েন্দা গল্প। যার মুখ্য চরিত্রে রয়েছেন নবাব-বেগম করিনা কাপুর। উল্লেখ্য, সুজয়ের হাত ধরে এই সিরিজের মাধ্যমেই ওয়েব সিরিজে ডেবিউ করছেন অভিনেত্রী। এই গল্পের চিত্রনাট্যের সিংহভাগ জুড়ে রয়েছে পাহাড়। আর সেই জন্যই পরিচালক তাঁর এই গোয়েন্দা গল্পের শুটিং লোকেশন হিসেবে জন্য বেছে নিয়েছেন দার্জিলিং ও কালিম্পংকে।

publive-image
ছবি- সন্দীপ কর্মকার

<আরও পড়ুন: তরুণীর চিৎকার ‘রণবীর আই লাভ ইউ’, চোখ মেরে সম্মতি সদ্য বিবাহিত অভিনেতার! দেখুন>

মঙ্গলবার সিআইএসএফের কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে বের হয়ে সড়কপথে কালিম্পংয়ের উদ্দেশে রওনা হন করিনা। বুধবার থেকে শুরু হবে 'ডিভোশন'-এর শুটিং। কাল শুট হবে কালিম্পং জেলার লাভাতে। সেখানে অভিনেত্রী টানা ৭ দিন ধরে শুটিং করবেন। বাকি ১১ দিন এই ছবির শুট হবে দার্জিলিং বিভিন্ন পাহাড়ি এলাকায়। পাহাড়ে শুটিংয়ের পর্ব শেষ করে ২৮ মে মুম্বই ফিরে যাওয়ার কথা রয়েছে সইফ-ঘরনির।

মঙ্গলবার করিনা পাহাড়ে পৌঁছলেও বাকি কলাকুশলীরা আগেই পৌঁছে গিয়েছেন কালিম্পংয়ে। দার্জিলিংয়ে এই মুহূর্তে রয়েছেন জয়দীপ আওলাত ও বিজয় ভার্মার মতো অভিনেতারাও।

সিনেমার লাইন প্রোডিউসার চৈতালি মুখোপাধ্যায় জানান, "সমস্তরকম প্রশাসনিক অনুমতি নিয়েই ছবির শুটিং হচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জন্য তৈরি হচ্ছে ছবিটি। আগামী বেশ কিছুদিন ধরে কালিম্পংয়ের লাভা ও দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় শুটিং করবেন করিনা কাপুর।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

saif ali khan Kalimpong Kareena Kapoor Khan Sujoy Ghosh darjeeling Jeh Bagdogra Airport bollywood Entertainment News
Advertisment