Advertisment

মা হলেন কোয়েল, সকাল সকাল এল সুখবর

Koel Mallick: কোয়েল মল্লিক ও নিসপাল সিংয়ের জীবনে এল তাঁদের প্রথম সন্তান। ৫ মে সকালেই বাংলা বিনোদন জগতে ছড়িয়ে পড়ল এই সুখবর।

author-image
IE Bangla Web Desk
New Update
Actress Koel Mallick Producer Nispal Singh welcome their first child

কোয়েল মল্লিকের ছবি তারকার ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

লকডাউনের মধ্যেই বাংলা বিনোদন জগতে এল সুখবর। কোয়েল মল্লিক ও নিসপাল সিংয়ের পরিবারে এল তাঁদের প্রথম সন্তান। ৫ মে সকালেই জন্ম নিয়েছে তাঁদের পুত্রসন্তান, এমনটাই জানা গিয়েছে পারিবারিক সূত্রে। কোয়েল ও তাঁর সন্তান দুজনেই সুস্থ, জানিয়েছেন তাঁর বাবা, অভিনেতা রঞ্জিত মল্লিক।

Advertisment

মল্লিক পরিবার ও সিং পরিবারের কাছে বর্তমান পরিস্থিতিতে এর চেয়ে বড় সুখবর আর কিছু হতে পারে না। ৫ মে ভোর পাঁচটা নাগাদ মা হয়েছেন অভিনেত্রী। সদ্যোজাতের ওজন ৩.১ কেজি বলে জানা গিয়েছে ঘনিষ্ঠ সূত্র মারফত। সংবাদমাধ্যমকে এই সুসংবাদটি দিয়ে অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছেন, ''লকডাউনে এর থেকে খুশির খবর আর কী হতে পারে। সন্তান ও মা দুজনেই ভাল আছে।''

publive-image খুশির খবর জানালেন কোয়েলের পরিবার। ফোটো- কোয়েল মল্লিক ইনস্টাগ্রাম

আরও পড়ুন: এক নজরে কোয়েল মল্লিক ও পরিবারের কিছু ছবি

বাংলা ছবির সবচেয়ে বড় নায়িকাদের অন্যতম কোয়েল মল্লিক ও নিসপাল সিংয়ের বিয়ে হয় ২০১৩ সালে। বিয়ের পরে অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও আবারও নিয়মিত অভিনয় শুরু করেন। গত বছর কোয়েল অভিনীত 'মিতিনমাসি' মুক্তি পাওয়ার পরেই জানা যায় যে অভিনেত্রী মা হতে চলেছেন। গত ২৮ এপ্রিল ছিল তাঁর জন্মদিন। তার পরেই তাঁর জীবনে এল প্রথম সন্তান। এখনও সন্তানের নামকরণ নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

ভবানীপুরের বিখ্যাত মল্লিক পরিবারের সদস্য, অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক তাঁর অভিনয় জীবন শুরু করেন নাটের গুরু ছবি দিয়ে। ২০০৩ সালে মুক্তি পেয়েছিল ওই ছবি, নায়কের ভূমিকায় ছিলেন জিৎ। কয়েক বছরের মধ্যেই তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'হেমলক সোসাইটি' থেকে তাঁর কেরিয়ারের একটি নতুন পর্যায় শুরু হয়।

আরও পড়ুন: লকডাউনে শুটিং বন্ধ অথচ মদের দোকানে ঠেলাঠেলি! ক্ষুব্ধ বিনোদন জগতের একাংশ

শুধুমাত্র বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে নন, দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ২০১৯ সালের ছবি মিতিনমাসি-র পরেই জানা গিয়েছিল তিনি সন্তানসম্ভবা। কিন্তু তার পরেও মিতিনমাসি-র সিকোয়েল এবং রক্ত রহস্য-র কাজ শুরু করেছিলেন, যথাসম্ভব সাবধানতা অবলম্বন করে। ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল রক্ত রহস্য কিন্তু লকডাউন ঘোষণা হওয়ায় তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে।

ছবি মুক্তি না পাওয়ার দুঃখ ভুলিয়ে দেবে অভিনেত্রীর পরিবারে এই নতুন সদস্যের আগমন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

koel mallick
Advertisment