/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/02/koneenica-759.jpg)
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ফোটো- ফেসবুক
গতবছর মা হয়েছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে কখনওই মেয়ের ছবি সামনে আনেননি তিনি। এদিন মেয়ে অন্তঃকরণা বন্দ্যোপাধ্যায়ের অন্নপ্রাশনের অনুষ্ঠান ছিল। মুখেভাতের দিনই সবার সামনে আনলেন কন্যার ছবি।
২০১৯-এ 'মুখার্জিদার বউ' মুক্তির সময়ই অন্তঃসত্ত্বা ছিলেন কনীনিকা। এমনকী শুটিংও করেছিলেন সে সময়। জুন মাসে মেয়ে হওয়ার পর বেশ কিছুদিনের বিরতি নেন অভিনেত্রী। কন্যা একটু বড় হওয়ার পরই কাজে ফিরবেন তিনি।
মেয়ে কিয়ার সঙ্গে কনীনিকা। ফোটো- ফেসবুকআরও পড়ুন, রিভিউ: ব্যোমকেশ-সাহিত্যের মনোজ্ঞ নবনির্মাণ সিরিজের সিজন ৫
২০১৭ সালে সুরজিৎ হারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কনীনিকা। প্রসঙ্গত, কনীনিকার স্বামী সুরজিতের আগের পক্ষের একটি পুত্রসন্তান রয়েছে, দ্রোণ। তার সঙ্গেও ভীষণ ভাল সম্পর্ক কনীনিকার।
অন্নপ্রাশনে গোলগাল কিয়ার ছবি দেখে আনন্দে মেতেছেন নেটিজেনরা। লাল লেহেঙ্গায় মিষ্টি দেখাচ্ছিল ছোট্ট অন্তঃকরণাকে। প্যারাম্বুলেটরে শুয়ে টায়রা পরে এদিক ওদিক চাইছে মেয়ে। পাশে মেয়র সঙ্গে পোজ দিচ্ছেন কনীনিকা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us