অভিনেত্রীর সঙ্গে সঙ্গে একজন সুগৃহিনিও তিনি। একদিকে, যেমন নিজের কেরিয়ার সামলাচ্ছেন, তেমনই পারিবারিক বিষয়েও যথেষ্ট নজর রয়েছে তাঁর। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় মধুবনি গোস্বামী। নিজের ইউটিউবেও ভিডিও আপলোড করেন তিনি। কিন্তু তাঁর একটি ভিডিও দেখেই ঘোর চর্চায় নেটপাড়ায়।
একেই রামনবমী নিয়ে অশান্তির রেশ বাংলার নানান জায়গায়। বেশ কিছু স্টেশনে স্টেশনেও পুলিশি পাহারা। তারমধ্যেই মধুবনির হনুমান চলিশা পাঠ, দর্শকদের নজর কেড়েছেন তিনি। একনাগাড়ে না দেখে হনুমান চলিশা পাঠ করে গেলেন মধুবনী। পুরোটা যদিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা সম্ভব নয়। কিন্তু তাঁর সুর এবং ভক্তি দেখেই আপ্লুত দর্শকরা। ঈশ্বর প্রেম এবং সেবা নিতান্তই ভালবাসেন তিনি।
বাড়িতে গোপালের পুজো করেন, শ্রদ্ধা ভরে ঈশ্বরের নামগান করতেও পছন্দ করেন। জানিয়েছিলেন, গোপালের সেবা করতে করতেই ছেলে কেশবকে পেয়েছিলেন তিনি। অভিনেত্রীর এই গুণ মুগ্ধ করেছে দর্শকদের। এত ভাল গান আপনি? আবার কেউ বললেন, তোমার হনুমান চলিশা পাঠ অন্তত দশবার শুনলাম। আবার কেউ বললেন, এই পাঠ করবে বলেই হয়তো গলাটা আরও সুন্দর হয়ে গেছে তোমার।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে রামনবমীর উদযাপনের কারণেই রাজ্যে টালমাটাল পরিস্থিতি। শুধু তাই নয়, ধর্মীয় কোন্দলও দেখা গিয়েছে বেশ কিছু জায়গায়। কেউ কেউ বাতলে দিয়েছেন এমনই যে, রামনবমী বাংলার সংস্কৃতি নয়। আবার কেউ কেউ সম্প্রীতির বার্তাও দিয়েছেন। মধুবনীর এই প্রয়াসে বেশ খুশি রাম ভক্তরাও।