ছেলের বিয়ে কবে দিবি রে..? রচনা বন্দ্যোপাধ্যায়কে এমনই প্রশ্ন শুনতে হল মানসী সিনহার তরফে। কিন্তু কেন? হঠাৎ প্রকাশ্যে দিদি নম্বর ওয়ানের মঞ্চে কেন একথা বললেন মানসী সিনহা?
বহুদিন ধরে দিদি নম্বর ওয়ান সঞ্চালনা করে চলেছেন রচনা বন্দোপাধ্যায়। গ্রাম থেকে শহরের নানা দিদিরা এসেছেন এই মঞ্চে। তাঁর পাশাপাশি তারকারাও উপস্থিত হন। সেরকমই রচনা বন্দোপাধ্যায় এর মঞ্চে বহুবার এসেছেন মানসী সিনহা। সেখানেই একবার তাঁকে রচনাকে জিজ্ঞেস করতে শোনা যায়, ছেলের বিয়ে কবে দিবি?
কিন্তু এই প্রশ্ন শুনেই যেন, আকাশ থেকে পড়লেন রচনা। উল্টে বললেন, এখনও ছোট তো, ওর বয়স হয়নি। কিন্তু রচনাকে বলতে না দিয়েই মানসী বলেন... "কারণ, এটা আমি চাই। তুই ছেলেকে বিয়ে দিয়ে শাশুড়ি হবি, তাহলে যদি একটু বয়স বাড়ে তাঁর। আমি তো, আগে তোর দিদি ছিলাম। এখন তো মা মাসি হয়ে গিয়েছি, তারপর ঠাকুমা দিদিমা হয়ে যাব, তোর তো বয়স বাড়ছে না।"
রচনা এরপরই হাসতে হাসতে বলেন, এখনও কয়েকবছর দেরি আছে। কিন্তু মানসী সাফ জানান, এটা তোর ছেলেকে বলবি, যে জনগণের দাবি যে তুই একটু তাড়াতাড়ি বড় হয়ে বিয়ে কর। রচনার হাসি আটকায় কে? তিনি অট্টহাসিতে ফেটে পড়লেন।
উল্লেখ্য, রচনা এখন অভিনেত্রী সঞ্চলিকার পাশাপাশি হুগলি জেলার সংসদও। বেশ ভাল ভোটেই জিতেছেন তিনি। এখন পার্লামেন্টে দিব্যি সময় ব্যতীত করছেন। এবছর, বর্ষসেরা মহানায়ক সম্মানে ভূষিত হয়েছেন তিনি।