সারা বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে ইদ। ইসলাম ধর্মাবলম্বীরা আজ একমাস রমজান পালনের পর আনন্দে ভেসেছেন। এবং আজকের এই বিশেষ দিন, নিয়ে আগে থেকেই তাঁরা অনেককিছু প্ল্যান করে রাখেন। একদিকে যেমন খানাপিনা চলে, ঠিক তেমন তাঁর সঙ্গে সঙ্গে চলে সাজগোজের নানা আয়োজন।
আর বিয়ের পর যদি প্রথম ইদ হয়, তাহলে তো কথাই নেই। সবকিছুই যেন আরও বেশি স্পেশ্যাল এবং আরও বেশি নতুন। নব বিবাহিতদের কাছে যেকোনো অনুষ্ঠান আলাদাই মানে রাখে। আর ইদ মানেই নতুন করে সেজে ওঠা ইসলাম ধর্মাবলম্বীদের কাছে। তাই তো, দেখা যাচ্ছে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নিজেকে একদম টিপটপ করে তুলেছেন বিশেষ করে ইদের আনন্দে। তাঁর বিয়ের পর প্রথম ইদ। অভিনেত্রী আজকের জন্য কিভাবে সেজে উঠেছেন?
সমাজ মাধ্যমে খেয়াল করলে দেখা যাবে, নিজেকে ডল্ড আপ করার নানা ভিডিও তিনি শেয়ার করেছেন। একদিকে, যেমন হেয়ার স্পা করেছেন তিনি, ঠিক তেমনই দেখা গেল ইদের বিশেষ দিন উপলক্ষে হাতে চাঁদ থিমের মেহেন্দি পড়তে। এমনিও, গতকাল রাতে তিনি চাঁদ রাত উপলক্ষে স্বামীর সঙ্গে বেশ সুন্দর একটি ছবি আপলোড করেছেন। অন্যদিকে, আরেক নায়িকাও বিয়ের পরে প্রথম ইদ উদযাপনে সামিল। যদিও তিনি পদ্মাপাড়ের না হলেও, ভারতের পড়শী দেশের এমন নায়িকা, যিনি এখানেও বেশ জনপ্রিয়। প্রসঙ্গে মাওরা হোকেন।
এই নায়িকাও কিছুদিন আগে পাকিস্তানের অভিনেতাকে নিয়ে করেছেন মহা আড়ম্বরে। নানা অনুষ্ঠান এবং রীতিনীতি পালনের মাধ্যমেই তাঁরা এক হয়েছেন। কিন্তু, এখানেই শেষ না। ইদ উপলক্ষ্যে তিনি কী করছেন নতুন বাড়িতে গিয়ে? হাতভর্তি কাঁচের চুড়ি থেকে মেহন্দি, সঙ্গে সেজেগুজে বরের বাহুডোরে অভিনেত্রী লিখছেন - ভীষণ বিবাহপূর্ণ একটা ঈদ। হেসে গেয়ে বরকে আগলে নিয়েই আজকে বিশেষ দিন কাটিয়েছেন তিনি।
প্রসঙ্গে, ইদ মানেই খানাপিনা থেকে কাছের মানুষদের সঙ্গে মুহূর্ত উপভোগ। তাঁর সঙ্গে তো ঘোরাঘুরি আছেই। আর তারকা থেকে সাধারণ মানুষ সকলেই মেতেছেন এই আনন্দে।