Mishmee Das: 'যতসব ফ্রড আমার সঙ্গে...', প্রেমে দাগা খেয়েই মোক্ষম সিদ্ধান্ত নিলেন মিশমি..

Mishmee Das: দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে নিজের প্রসঙ্গে নানা কথা বলেই থাকেন তারকারা। কেউ কেউ প্রেমের কথা বলেন, কেউ আবার রচনার কথামত বিয়ে করে বসেন, অনেক নতুন সত্যির উদঘাটন হয় সেই মঞ্চে।

Mishmee Das: দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে নিজের প্রসঙ্গে নানা কথা বলেই থাকেন তারকারা। কেউ কেউ প্রেমের কথা বলেন, কেউ আবার রচনার কথামত বিয়ে করে বসেন, অনেক নতুন সত্যির উদঘাটন হয় সেই মঞ্চে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mishmee das- tollywood

mishmee das: প্রেম নিয়ে কী বলছেন মিশমি? Photograph: (ফাইল চিত্র )

Tollywood Actress on Love: কথায় বলে, সিরিয়ালের চরিত্রের সঙ্গে বাস্তবের মানুষটার খুব একটা মিল থাকে না। আবার অনেক তারকা এমনও বলেন, এই ধরনের চরিত্র করতেই তাঁরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার সঙ্গে তাঁদের একদম মিল নেই। আর সেখানে মিসমি দাস, যা বলে ফেললেন...

Advertisment

দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসে নিজের প্রসঙ্গে নানা কথা বলেই থাকেন তারকারা। কেউ কেউ প্রেমের কথা বলেন, কেউ আবার রচনার কথামত বিয়ে করে বসেন, অনেক নতুন সত্যির উদঘাটন হয় সেই মঞ্চে। মিশমি দাস, সেখানে এসেছিলেন এবং তারপরেই নিজের জীবনের এক অজানা কাহিনী এবং ইচ্ছের কথা বলেন তিনি। তাঁর কথা শুনে হেসে খুন রচনা বন্দোপাধ্যায় নিজেও। মিশমির সঙ্গে এর আগেও আরেক অভিনেতাকে নিয়ে নানা কিছু রটেছিল।

তিনি আর কেউ নয়, বরং তিনি রণজয় বিষ্ণু। দুজনে একই সিরিয়ালে ভাইবোনের ভূমিকায় অভিনয় করেন। সেখান থেকেই নাকি তাঁদের জীবন প্রেমের দিকে গড়িয়েছে, এমন কথা শোনা গিয়েছিল। যদিও, সেই রটনা তাঁরা দুজনেই হাওয়ায় উড়িয়েছেন এবং বারবার তাঁরা এমনি বলেছেন যে বন্ধুত্ব ব্যতীত তাঁদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। কিন্তু, আদৌ কি অভিনেত্রী মিশমী সত্যিই কোনও সম্পর্কে জড়িয়েছেন নাকি তাঁর মনের দরজা এখন বন্ধ? অভিনেত্রী দিদি নম্বর ওয়ানের মঞ্চে দাঁড়িয়েই জানালেন...

Advertisment

তাঁর সিরিয়ালের চরিত্রের মতো বাস্তবের জীবনেও অনেক গন্ডগোল আছে। প্রেমের বিষয়ে তিনি যে ধরনের ধাপ্পা পেয়েছেন তাতে বেশ আতঙ্কে তিনি। বললেন... "অনস্ক্রিন রোহিনীর জীবনে দুটো সম্পর্ক এসেছিল দুটোই ফ্রড। আমার জীবনেও সেগুলো ঘটেছে। আমার নিজের ওপর ভরসা উঠে গিয়েছে। এবার আমি পাহাড়ে গিয়ে সাধু হয়ে যাব।" তাঁর এই কথাটাই রচনাকে হাসতে বাধ্য করল। উল্লেখ্য, তারকাদের জীবনে প্রেম এবং বিচ্ছেদের ঘটনা নতুন নয়।

প্রসঙ্গে, কিছুদিন আগে রনজয়ের জন্মদিনে মিশমিকে দেখা গিয়েছিল উদযাপনে সামিল হতে। শুধু তাই নয়, সেখানে রণজয়কে অসাধারণ মানুষ বলেই বর্ণনা করেছিলেন তিনি।

tollywood Tollywood Actress tollywood news mishmee das