বরা্বরই সোশাল ট্রেডে তৈরি করতে অভ্যস্থ এই অভিনেত্রী। নেটিজেনদের মধ্যমণিও তিনি। কিছুদিন আগে ইনস্টাগ্রাম থেকে উধাও হয়েছিলেন তিনি, তা অবশ্য বলে কয়েই।তখনও অবশ্য আঁচ করা যায়নি কী কাণ্ড ঘটাতে চলেছেন মিমি।এবার নিজের ভক্তদের নতুন উপহার দিতে চলেছেন নায়িকা। আত্মপ্রকাশ করছেন ইউটিউবার মিমি চক্রবর্তী। ঠিকই পড়ছেন নিজের ইউটিউব চ্যালেন খুলছেন এই সাংসদ অভিনেত্রী।
সেপ্টেম্বরেই আসতে চলেছে তাঁর ইউটিউব চ্যানেল। তবে চমকের এখানেই শেষ নয়, সেপ্টেম্বরে এই চ্যানেলের শুরুটা হবে মিমির গাওয়া মিউজিক অ্যালবামের মাধ্যমেই। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে তাঁর এক প্রকার স্বপ্নপূরণই বলা যেতে পারে। কিছুদিন আগে সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে যাদবপুরের এই সাংসদ লেখেন, ''এতদিনের মগজাস্ত্রে শান দেওয়া, রাতের পর রাত না ঘুমোনোর ফসল। স্বপ্নের উড়ান।খুব তাড়াতাড়ি ইউটিউব চ্যানেল নিয়ে আসছি।''
আরও পড়ুন, ভারত-বাংলা চলচ্চিত্র পুরস্কারের আয়োজনে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া
সেই চ্যানেলেই প্রথমে আসছে মিমির মিউজিক অ্যালবাম, তাও হিন্দি এবং ইংরাজী ভাষায়। ভিলেন ছবির দৌলতে এতদিনে মিমির গান নিয়ে অবগত প্রত্যেকে। সাংসদ হওয়ার দৌড়ে যাদবপুরের প্রচার থেকে দিল্লির সাক্ষাত্কার সবেতে একটাই অনুরোধ ছিল গান গাইতে হবে অভিনেত্রীকে। সেই আবদার হাসি মুখে মিটিয়েওছেন তিনি।
শুধু সোশাল ট্রেন্ডে নয়, সাংসদে রূপোলি পর্দার সাংসদদের ঈদের চাঁদ-এর তকমাও ঘুচিয়েছেন তিনি। যাদবপুর অর্থাত তাঁর সংসদীয় এলাকার সমস্যার সমাধানে একধাপ এগিয়ে মিমি। তবে এত কর্তব্যের ফাঁকেও নিজের স্বপ্নপূরণে দৃঢ় ক্রিসক্রস নায়িকা। হবে নাই বা কেন, ট্রোল এবং নেতিবাচক সবকিছুকে পিছনে ফেলে নতুন ট্রেন্ড তৈরি করাই যে তাঁর লক্ষ্য।