Advertisment

প্রাণে বাঁচতে দেরাজে ঢুকে বসে ছিলাম! ডাকাতির খপ্পরে বলিউড অভিনেত্রী, তারপর

Bollywood Actress: দিল্লিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেই এভাবে সর্বস্ব খোয়া গিয়েছে তাঁর।

author-image
IE Bangla Web Desk
New Update
Nikita rawal, robbery, Bollywood

অভিনেত্রী নিকিতা রাওয়াল। ছবি: ইনস্টাগ্রাম

Bollywood Actress: গান পয়েন্টে রেখে ৭ লক্ষ টাকার সম্পদ লুঠ করা হয়েছে অভিনেত্রী নিকিতা রাওয়ালের। দিল্লি পুলিশের কাছে মাস্ক পরিহিত এক দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ জানায় তিনি। দিল্লিতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েই এভাবে সর্বস্ব খোয়া গিয়েছে তাঁর। বলিউডি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই দাবি করেন আতঙ্কিত নিকিতা। দিল্লি পুলিশ সুত্রে খবর, অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।  

Advertisment

বলিউডি সেই সংবাদ মাধ্যমকে এই লুঠপাট নিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি এখনও আচ্ছন্ন। বেঁচে আছি এটাই বিশ্বাস করতে পারছি না। উপস্থিত বুদ্ধির জোরে অন্য ঘরে দেরাজে নিজেকে তালাবন্দি করে প্রাণে বেঁচেছি। আমি সেই সময় একাই ছিলাম। আমার জীবনের সবচেয়ে অন্ধকারতম অধ্যায়।‘

জানা গিয়েছে, সেই ঘটনার পরের দিনেই প্রথম বিমানে দিল্লি থেকে মুম্বই ফিরেছেন অভিনেত্রী। সেই  প্রসঙ্গে অপর একটি সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, রাত প্রায় ১০টা নাগাদ এই লুঠপাটের ঘটনা ঘটেছে। আমি আমার মাসির বাড়ির দিকে হাঁটছিলাম। সেই সময় একটা ইনোভা গাড়ি এসে পথ আটকায়। গাড়ি থেকে চার মুখোশধারী নেমে এসে বন্দুক ধরে যা আছে, সব দিয়ে দিতে বলে। এমনকি, এই লুঠপাটের ঘটনা পুলিশকে জানালে ফল ভুগতে হবে। এমন হুমকিও দিয়েছে দুষ্কৃতীরা’

তিনি বলেন, ‘সেই মুহূর্তে আমার মনে হয়েছিল লুঠপাটের সঙ্গে আমার ধর্ষণ না করে দেয়। তারপর ১০ মিনিট আমি ঘোরের মধ্যে ছিলাম। কোনওভাবে হুশ ফিরতেই বাড়ি ফিরে নিজেকে তালাবন্দি করি। পরের দিন সকালের বিমানেই মুম্বই ফিরে আসি। এখানেও আমি নিজেকে অসুরক্ষিত মনে করছি।‘

তাঁর সঙ্গে হওয়া লুঠপাটের ঘটনায় অভিযোগ প্রসঙ্গে দিল্লি পুলিশ অভিনেত্রীক জানিয়েছে, দিল্লি এসেই লিখিত অভিযোগ করতে হবে। তাঁর প্রতিনিধি কারও অভিযোগ নেওয়া হবে না। তিনি লিখিত অভিযোগ করতে ফের দিল্লি যাবেন। এমনটাই সংবাদ মাধ্যমকে জানান নিকিতা। জানা গিয়েছে, আংটি, কানের দুল, হিরের নেকলেস এবং নগদ মিলিয়ে ৭ লক্ষ টাকার সম্পদ লুঠ হয়েছে অভিনেত্রীর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood delhi Robbery
Advertisment