লকডাউনে গৃহবন্দী হয়েছে শহর। বন্ধ হয়েছে সমস্ত কর্মযজ্ঞ। কিন্তু তাঁর রান্না ঘরে সবসময় লেগে রয়েছে খাদ্যযজ্ঞ। আজ মোগলাই খানা তো কাল ডেজার্ট আইটেম। শুটিং-সংসদ স্থগিত। তাই ঘরে বসে সময় কাটাতে রান্নাকেই বেছে নিয়েছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান।
ঘরবন্দি হওয়ার পর নিজের ছবি আঁকার ভিডিও যেমন তাঁর অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন নুসরত। তেমনই নিজের বিরিয়ানি রান্নার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। এবার অবশ্য "চেরি অন দ্য টপ" ম্যাঙ্গো কেক। দেখে মনে হতেই পারে পাঁচতারা কোনও হোটেলে বানানো।
আরও পড়ুন, ‘বাংলার মধ্যবিত্ত দিনআনি মানুষের কথাও একটু ভাবুন’, আর্জি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে
দেখে মনে হতেই পারে পাঁচতারা কোনও হোটেলে বানানোপ। কিন্তু কেক বেক-এ পারদর্শী ম্যাঙ্গো কেক ঘরেই বানালেন নুসরত। তাঁর ডেকরেশন থেকে প্লেটিং, ইনস্টাগ্রাম ভিডিওতে সবটাই শেয়ার করেছেন তিনি।
করোনার প্রভাবে ঘরবন্দি সাধারণ মানুষের যাতে দুবেলা খেতে কোনও অসুবিধা না হয়, সেদিকেই নজর রাখতে চেতলা বাজারে গিয়েছিলেন তারকা সাংসদ। আমজনতাকে সাবধান করলেন নুসরত। নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে এসেও চক দিয়ে আঁকা বৃত্তের মধ্যেই দাঁড়াতে বলেন তিনি।সাংসদের দায়িত্ব সামলে অভিনেত্রী ও দক্ষব ঘরণী তিনি।
তবে লকডাউন উঠলেই অভিনেত্রী ব্যস্ত হয়ে পড়বেন ব্রাত্য বসু পরিচালিত ডিকশনারি ছবি নিয়ে। এই ছবিতে নুসরতের বিপরীতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। এই ছবিতে সংলাপ লিখেছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। ডিস্টেন্স রিলেশনসিপ কেন্দ্র করে একজন দম্পতির জীবনের গুরুত্বপূর্ণ দিক ধরা থাকবে এই ছবিতে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন