Paayel Sarkar: ভোটের পাঠ চুকেছে! 'গেরুয়া রং কী হল?', শ্যুটে ফিরতেই পায়েলকে কটাক্ষ

শ্যুটিংয়ের ছবি পোস্ট করতেই অভিনেত্রীকে কটাক্ষ নেটজনতার।

শ্যুটিংয়ের ছবি পোস্ট করতেই অভিনেত্রীকে কটাক্ষ নেটজনতার।

author-image
IE Bangla Web Desk
New Update
Paayel Sarkar, BJP, tollywood, Bengali Actress, পায়েল সরকার, Bengali News Today

পর্দায় বামনের প্রেমকাহিনি ফুটিয়ে তুলতে কড়া হোমওয়ার্ক করছেন পায়েল সরকার

একুশের বিধানসভা ভোটে বিজেপির তারকা ব্রিগেডের অন্যতম পায়েল সরকার (Paayel Sarkar)। মোদী মন্ত্রে দীক্ষিত হয়ে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়েছেন। প্রচারের ময়দানে ঝড় তুললেও শেষমেশ তৃণমূলপ্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন তিনি। পরাজিত পদ্ম-প্রার্থীকে যদিও নির্বাচনী ফলের পর আর ময়দানে সেভাবে ছুটতে দেখা যায়নি। তবে সম্প্রতি পুরনো পেশা এবং নেশার টানে শ্যুটিং ফ্লোরে ফিরেছেন পায়েল সরকার। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেই কটাক্ষের সম্মুখীন হলেন।

Advertisment

সদ্য এক ফটোশ্যুটের কোলাজের ভিডিও আপলোড করেছিলেন অভিনেত্রী। সেই ভিডিওতেই দেখা গেল পায়েলের মুখে নানা রঙের খেলা। কখনও সবুজ, কখনও গোলাপি, কখনও বা ধূসর। সেসব রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে নিমেষে পরিবর্তন হচ্ছে পোশাক। ক্যাপশনে জীবন দর্শন। লিখেছেন, "জীবনের রং উপভোগ করুন।" আর সেই ক্যাপশনের প্রেক্ষিতেই জনৈক নেটজনতা অভিনেত্রীর উদ্দেশে কটাক্ষবাণ ছুঁড়লেন। লিখেছেন, "তোমার গেরুয়া রং কী হল?" যদিও এর প্রেক্ষিতে কোনও উত্তর দেননি পায়েল।

<আরও পড়ুন: Aamir-Kiran: ‘আমির-কিরণের পুত্র শুধু মুসলিম পরিচয় পেল কেন?’, ধর্ম নিয়ে কটাক্ষ Kangana’র>

publive-image
Advertisment

প্রসঙ্গত, পায়েল সরকার এইমুহূর্তে জতুগৃহের শ্যুটিংয়ে দার্জিলিংয়ে রয়েছেন। সপ্তাশ্ব বসুর ছবি। যেখানে গুরুত্বপূর্ণ দুই চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং বনি সেনগুপ্তকে। তবে ভোট মিটলেও সেই পর্বের কটাক্ষ-সমালোচনা পিছু ছাড়েনি অভিনেত্রীর।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bengali Actress tollywood kolkata news Bengali Cinema Paayel Sarkar