/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/paayel.jpg)
paayel sarkar: বিয়ে করছেন পায়েল?
অভিনেত্রী পায়েল নাকি এবার NRI কে বিয়ে করে দেশ ছাড়ছেন? একসময় টলিপাড়ার হিট নায়িকার হাতে কাজ নেই বলেই কি তিনি এবার গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিলেন?
অভিনেত্রী একসময় বহু হিট ছবি দিয়েছেন। কিন্তু শেষ কিছু বছরে সেই হিটের সংখ্যা প্রায় নেই বললেই চলে। তাঁর মধ্যে রাজনীতির কেরিয়ারও খুব একটা বেশিদিন স্থায়ী হয়নি। তাই, সেই পথ ছেড়েছেন বহুকাল আগে। আর এখন, অভিনেত্রী বহুদিন দেশছাড়া ছিলেন। সেই কারণেই আরও শোরগোল।
যদিও, বিয়ে করে নায়িকারা সিনেমা থেকে মুখ ফিরিয়েছেন, এমন উদাহরণ কম নেই। আর এবার তো পায়েল জানিয়েই দিলেন আসল কথাটা। ইন্ডাস্ট্রিতে ব্যাচেলর নায়িকাদের দলে তিনি রয়েছেন। কিন্তু তাঁর বিয়ের খবর প্রসঙ্গে অভিনেত্রী সবটাই গুজব বলে দাবি করেছেন।
অভিনেত্রী জানান, অনেকেই তাঁকে লিভ ইন সম্পর্কেও ফেলে রেখেছেন। কিন্তু কোনোটাই সঠিক না। যেদিন যেটা করবেন সকলকে জানিয়ে করবেন। তাঁর জন্য ধৈর্য ধরতে হবে। এখানেই শেষ না। এতদিন দেশ ছেড়ে থাকার কারণ পর্যন্ত ব্যাখ্যা করলেন তিনি। বললেন...
নিউ ইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসব ছিল। সেখানেই রেশমি মিত্রর বড়বাবুর প্রিমিয়ারে গিয়েছিলেন তিনি। সেই উৎসবে গিয়েই ওখানে প্রতিষ্ঠিত বন্ধু বান্ধব, আত্মীয়দের সঙ্গে দেখা করেছেন তিনি। এই কারণে রয়েছে NRI কে বিয়ে করার রটনা। তাহলে কি কোনোদিন বিয়ে করবেন না? অভিনেত্রী স্পষ্ট জানান বিয়ে করলেও শহর কলকাতার কাউকেই করবেন। এই শহরের মায়া ছেড়ে বেড়িয়ে আসা সম্ভব নয় তাঁর।