Advertisment

নতুন 'ভূতের' ধারাবাহিকে আসছেন পায়েল দে

Payel De: 'দুর্গা দুর্গেশ্বরী'-তে দুর্গা চরিত্রের পাশাপাশি আরও একটি নতুন ধারাবাহিকে আসছেন পায়েল দে। মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে এবার নিয়মিত অভিনয় শুরু করছেন অভিনেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Actress Payel De bags a meaty role in Star Jalsha ghost comedy Chuni Panna

পায়েল দে।

মাতৃত্বকালীন বিরতি কাটিয়ে অভিনেত্রী পায়েল দে কয়েক মাস হল শুরু করেছেন অভিনয় 'দুর্গা দুর্গেশ্বরী' ধারাবাহিকে। কিন্তু ওই চরিত্রটি হল দুর্গা ধারাবাহিকের চরিত্রেরই পুনর্কথন। এবার সম্পূর্ণ নতুন একটি চরিত্র নিয়ে আসছেন অভিনেত্রী স্টার জলসা-র ধারাবাহিক 'চুনি পান্না'-তে। আগামী ১১ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এই ধারাবাহিক রাত ১০.৩০টার স্লটে। ওই ধারাবাহিকেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন পায়েল।

Advertisment

সম্প্রতি 'চুনি পান্না' ধারাবাহিকের সাংবাদিক সম্মেলনে চিত্রনাট্যকার সাহানা দত্ত জানালেন, এই গোস্ট কমেডি-তে যে যৌথ পরিবার রয়েছে গল্পের কেন্দ্রবিন্দুতে, সেই পরিবারেরই এক পুত্রবধূর চরিত্রে দেখা যাবে পায়েল দে-কে। গল্পের নায়িকা চুনি-র বিয়ে হয় এমন একটি বাড়িতে যেখানে রয়েছে একটি ভূত। সেই ভূত চায় এই পরিবারটিকে উৎখাত করতে। তাই তার লক্ষ্য হল কীভাবে এই পরিবারের নতুন কোনও শিশুর জন্ম আটকানো যায়। ভূতের এই কৌশলেরই শিকার হয় পায়েল।

Payel De with husband and kid ছেলে মেরাক ও স্বামী দ্বৈপায়নের সঙ্গে এবছর দীপাবলিতে।

আরও পড়ুন: ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধছেন জুন মালিয়া!

''দর্শক দেখবেন, পায়েল যে চরিত্রে অভিনয় করছে, তার ১১ মাসের প্রেগনেন্সি কিন্তু তার সন্তান জন্মাচ্ছে না। তার কারণ বাড়িতে জাঁকিয়ে বসে থাকা ভূত সেটা হতে দিচ্ছে না'', সাংবাদিক সম্মেলনে ধারাবাহিকের গল্প প্রসঙ্গে জানান সাহানা দত্ত। এমন একটি বিচিত্র পরিস্থিতিতে গিয়ে পৌঁছবে গল্পের নায়িকা চুনি এবং তার পরবর্তী অভিজ্ঞতাগুলি কেমন হবে, সেই নিয়েই এই ধারাবাহিক।

চুনি-র ভূমিকায় রয়েছেন অন্বেষা হাজরা ও গল্পের নায়কের ভূমিকায় রয়েছেন দিব্যজ্যোতি দত্ত। এছাড়া অন্যান্য ভূমিকায় রয়েছেন ময়না মুখোপাধ্যায়, দেবদূত ঘোষ, ছন্দা চট্টোপাধ্যায়, পার্থসারথী দেব ও তুলিকা বসু। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে কিছুদিন আগেই জানিয়েছিলেন পায়েল যে এবার কামব্যাকের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। এতদিন তাঁর ছেলে মেরাক অনেকটাই ছোট থাকায়, দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকা ঠিক সম্ভব হয়নি অভিনেত্রীর পক্ষে।

Payel De with son Merak and husband মেরাকের নানা ছবি, নানা মুহূর্ত।

আরও পড়ুন: ভূতের বাড়ি খুঁজতে গিয়ে শ্বশুরবাড়ি ফাউ! এক নজরে ‘চুনি পান্না’ ধারাবাহিকের গল্প

এখন মেরাকের বয়স প্রায় ৭ মাস। শারদোৎসবের সময় মেরাকের প্রথম বিদেশভ্রমণও হয়েছে। তাই এখন অভিনয়কে আরও একটু সময় দিতে সক্ষম অভিনেত্রী। চিত্রনাট্যকার সাহানা দত্তকে পায়েলের অন্যতম মেন্টর বলা যায়। সাহানা দত্ত রচিত, ২০০৯ সালের প্রথম 'দুর্গা' ধারাবাহিক দিয়েই তাঁর টেলিভিশন কেরিয়ারের জয়যাত্রা শুরু। মাতৃত্বকালীন বিরতির পরে তাঁর ধারাবাহিক দিয়েই আবার নিয়মিত অভিনয়ে ফিরলেন অভিনেত্রী।

TV Actress Bengali Television Bengali Actress Bengali Serial
Advertisment