Advertisment

আজই সন্তানের জন্ম, মা হওয়ার আগে ইনস্টাগ্রামে বিশেষ বার্তা নুসরতের

হাসপাতাল সূত্রে খবর, আজ বেলা সাড়ে বারোটা থেকে ১টার মধ্যে অপারেশন হবে নুসরতের।

author-image
IE Bangla Web Desk
New Update
Nusrat Jahan, Nusrat Jahan becomes mother, Nusrat Jahan baby, নুসরত জাহান, bengali news today

সুস্থ রয়েছেন নুসরত ও তাঁর পুত্রসন্তান

সব ঠিক থাকলে আজই সন্তানের জন্ম দিতে চলেছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। সূত্রের খবর, বুধবার রাতেই পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নুসরত। আর কয়েক মুহূর্তের অপেক্ষা। মা হওয়ার আগের মুহূর্তে সবারই বুক দুরুদুরু করে। উদ্বেগের সঙ্গে এক অচেনা আনন্দও থাকে। মা হওয়ার আগের মুহূর্তে ঠিক সেইরকমই অবস্থা নুসরতের। ইনস্টাগ্রামে নিজের অবস্থা ব্যক্ত করলেন অভিনেত্রী।

Advertisment

বৃহস্পতিবার সকালে একটি ছবি পোস্ট করেন নুসরত। ছবিতে স্পষ্ট, মাতৃত্বের ঔজ্জ্বল্য তাঁর চোখে-মুখে। কোনও মেক আপ নেই। খোলা চুল, ফোলা মুখ, চোখে চশমা পরে সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ভয় দূর হয়ে জোরাল হচ্ছে বিশ্বাস। মাতৃত্বের বিশেষ মুহূর্তের আগে নিজের চারপাশে ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে ঘিরতে চাইছেন, তা তাঁর পোস্ট থেকে স্পষ্ট।

উল্লেখ্য, আগেই শোনা গিয়েছিল যে আগস্ট মাসের শেষে কিংবা সেপ্টেম্বরের গোড়ার দিকে সন্তানের জন্ম দিতে পারেন নুসরত জাহান । সেই সময় এখন উপস্থিত। অতঃপর গত কয়েকদিন ধরেই অনুরাগীরা বিশেষ কৌতূহলী হয়ে উঠেছেন যে, নুসরত কবে মা হবেন? কিংবা কবে হাসপাতালে ভর্তি হবেন?

আরও পড়ুন কবে হাসপাতালে ভর্তি হচ্ছেন ‘হবু মা’ নুসরত? ফাঁস করলেন সঙ্গী যশ

এহেন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাঁদের মাথায়। সেই প্রেক্ষিতেই বুধবার সকালেই শোনা গেল যে, অভিনেত্রী নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্যস, অমনি টলিপাড়া-সহ অভিনেত্রীর অনুরাগী মহলে উন্মাদনার অন্ত নেই। তা আদৌ কি নুসরত জাহান হাসপাতালে ভর্তি হয়েছেন? ফাঁস করলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। সংবাদমাধ্যমকে তিনি জানান, বুধবার রাতে হাসপাতালে ভর্তি হবেন নুসরত।

সূত্রের খবর, রাত সাড়ে দশটার পর পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে ভর্তি হন নুসরত। হাসপাতাল সূত্রে খবর, আজ বেলা সাড়ে বারোটা থেকে ১টার মধ্যে অপারেশন হবে নুসরতের। এতদিন যে খবরের জন্য সবাই অধীর অপেক্ষায়, সেই খুশির খবর মিলবে আজ দুপুরে। সন্তানের জন্ম দেবেন নুসরত জাহান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Yash Dasgupta Nusrat Jahan
Advertisment