Pori Moni News: জীবনে সব সম্ভব, কিন্তু একজন মানুষকে ছাড়া যেন সেভাবে কিছুই সম্ভব না। যত মানুষ বয়সের দিকে যায়, ততই যেন না থাকা খুশিগুলো এবং যন্ত্রণা গুলো আরও বেশি করে নাড়া দিতে শুরু করে। ঠিক তেমনই পরীমনির ( Pori Moni ) জীবনেও এমনি এক মুহুর্ত এসেছে। কাছের মানুষরা হাত ছেড়েছে, তাই তো এখন জীবন একদম ফাঁকা। চারিদিকে স্পটলাইট, এত মানুষ থাকলেও দিনের শেষে নানা প্রয়োজনে, অভিনেত্রী এখন পুরোটাই একা।
সমাজ মাধ্যমে নানা বিষয়ে তিনি পোস্ট করে থাকেন। শুধু তাই নয়, এখন তো অভিনয়ের সঙ্গে সঙ্গে নিজের নতুন ব্যবসা শুরু করেছেন তিনি। এখন, সন্তানদের সঙ্গে সময় পর্যন্ত কাটাচ্ছেন। দুই ছেলেমেয়েকে নিয়ে সুখের সংসার সাজালেও, সেখানে কিন্তু কিছু বিষয় কমতি থেকেই যায়। সেই নিয়েই এবার খোলাখুলি সমাজ মাধ্যমে লিখলেন তিনি। অভিনেত্রী, ছোট থেকেই নিজের মাকে পাননি। দাদুর কাছেই মানুষ হয়েছেন তিনি।
তাই তো দাদু যখন বছর দুয়েক আগে চলে গেলেন, ফের যেন একবার অনাথ হওয়ার যন্ত্রণা ভুগেছেন তিনি। তারপর থেকেই আরও নিজেকে গুটিয়ে নিয়েছেন পরিবারের সকলের তরফে। এখন কাজ আর সন্তান ছাড়া কিছুই জানেন না। তবে, নিজের একজন মা হওয়ার কারণে, তাঁর জীবনে মায়ের কমতি নিদারুণ বুঝতে পারেন। মা না থাকার যন্ত্রণা বোধহয় সেই জানেন, যার মা নেই। পরীর জীবনেও সেই একই ঘটনা ঘটছে। ভীষণ ভাবে একটা বিষয় তিনি টের পাচ্ছেন। মনের কথা বলার মানুষ খুব কম, সেই কারণেই হয়তো বা নিজেকে এত একা ভাবেন।
নিজের সন্তানদের প্রয়োজনে যেমন বারবার উঠে দাড়ান তিনি। তাঁর জন্য কেউ নেই। সমাজ মাধ্যমে তিনি লিখছেন, "আজ খুব করে টের পাই, জীবনে কিছু লাগুক আর না লাগুক, মা কে লাগে! কারনে/ অকারনে, প্রয়োজনে/ অপ্রয়োজনে, দরকারে বা অদরকারে! মা কে লাগে। লাগেই। ঠিক আমার বাচ্চাদের মতন।" ঠিকই তো, মাকে মনে করার মতো কোনও আলাদা সময় লাগে না। যদিও বা ছোট থেকেই তিনি মাকে ছাড়াই প্রায় বড় হয়েছেন।
উল্লেখ্য, অভিনেত্রী নতুন অনেক কাজ শুরু করেছিলেন, কিন্তু রঙ্গিলা কিতাবের পর ফেলুবক্সী ছবিতে দেখা গিয়েছে তাঁকে। লাবণ্যর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।