গুঞ্জন চলছিল দিন কয়েক ধরেই। নিজে মুখেই সন্তান পরিকল্পনার কথা স্বীকার করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra)। অবশেষে শুক্রবার রাতে সুখবরটা দিয়েই ফেললেন জোনাস-দম্পতি। তাঁদের সংসারে আসতে চলেছে ক্ষুদে সদস্য।
আজ্ঞে, মা-বাবা হতে চলেছেন নিক-প্রিয়াঙ্কা। শুক্রবার রাতে দেশি গার্ল এই সুখবর দিতেই নেটমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে গিয়েছে। প্রিয়াঙ্কা জানান, সারগেসির মাধ্যমে মা-বাবা হতে চলেছেন তাঁরা। প্রথমবার সন্তানসুখ উপভোগ করবেন, অতঃপর তারকা-দম্পতি যে বর্তমানে সপ্তম স্বর্গে, তা বলাই বাহুল্য।
[আরও পড়ুন: মানবিক উদ্যোগ, রাজস্থানের দুঃস্থ লোকশিল্পীর মেয়ের বিয়ের ধার-দেনা শোধ করবেন বাদশা]
প্রিয়াঙ্কা জানান, “আমরা ভীষণ আনন্দের সঙ্গে জানাচ্ছি যে,সারোগেসির মাধ্যমে আমরা আমাদের সন্তানকে স্বাগত জানাতে চলেছি। আমরা চাইছি, জীবনের এই বিশেষ সময়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করবেন আপনারা। কারণ, এই মুহূর্তে আমরা পুরোপুরি আমাদের পরিবার নিয়ে ব্যস্ত থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।”
এর আগে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন যে, “আমরা সন্তান নিয়ে পরিকল্পনা করছি। ঈশ্বরের আশীর্বাদে যখন হওয়ার তখন হবে।” সেইসময়েই অভিনেত্রীকে যখন প্রশ্ন ছোঁড়া হয়েছিল যে, আপনি কি সন্তানের জন্য আপনার কেরিয়ারে রাশ টানবেন? তার উত্তরে দেশি গার্ল জানিয়েছিলেন, “আমার তাতে কোনও সমস্যা নেই। নিক কিংবা আমার, আমরা দু’জনেই এতে রাজি।”
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন