একুশের বিধানসভা নির্বাচনের আগে পদ্ম শিবিরে দলে দলে তারকাদের যোগদান রীতিমতো চমকে দেওয়ার জোগাড়! লক্ষ্য একটাই, তৃণমূলকে টেক্কা দেওয়া। 'যাঁরা কিনা একসময়ে একুশে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশের আসনে সু-সজ্জিতভাবে শোভাবর্ধন করতেন, সেই তাঁরাও এখন 'পদ্ম-পাঁকে' পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্দেশে চোখ রাঙাচ্ছেন!', এমন অভিযোগ তুলে রাজনৈতিক মহলের একাংশ ইতিমধ্যেই সেই তারকাপ্রার্থীদের নিয়ে খোরাক শুরু করেছেন। কেউ ভোটের মুখে গেরুয়া বাহিনিতে নাম লিখিয়ে টিকিট পেয়েছেন, আবার গত লোকসভা ভোটের সময় গেরুয়া পতাকা হাতে তুলেও কেউ বা শিকে ছিঁড়তে পারেননি। মুখে প্রকাশ না করলেও ঘনিষ্ঠ মহলের অন্দরে গুজগুজ-ফুসফাসে একটা চাপা উত্তেজনা তো তৈরি হয়েইছে। তবে এর মাঝেই আবার 'পদ্ম-স্তুতি' শোনা গেল বলিউড তথা টলিউড অভিনেত্রী ব়্যাচেল হোয়াইটের (Rachel White) মুখে।
Advertisment
যে অভিনেত্রীকে কিনা কোনও দিনই রাজনৈতিক পোস্ট করতে দেখা যায়নি, সেই তাঁর মুখেই এবার মোদী-মন্ত্র! নেটজনতার কথায়, 'এ তো আলবাৎ গেরুয়া-লক্ষণ!' তাহলে কি ভোটের (West Bengal Assembly Election 2021) মুখে ব়্যাচেল হোয়াইটও গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন? প্রশ্ন তো উঠছেই। কারণ, অভিনেত্রী এবার প্রকাশ্যেই মোদীর নেতৃত্বে 'সোনার বাংলা গড়া'র ডাক দিচ্ছেন। শুধু তাই নয়, 'খেলা হবে' স্লোগান নিয়েও বিঁধেছেন রাজ্যের শাসক দল তৃণমূলকে (TMC)। বলছেন, "খেলা নয়, সোনার বাংলা চায় মানুষ।"
বৃহস্পতিবার সকাল থেকেই অভিনেত্রীর সোশ্যাল ওয়াল-জুড়ে একের পর এক বিজেপি (BJP)-সমর্থনে পোস্ট। কখনও বলছেন, "ভিন রাজ্যে কাজ করতে যাওয়া মানুষদের এবার বাংলায় ফিরিয়ে আনার সময় হয়েছে", তো কখনও বা আবার কংগ্রেসকে বিঁধে পোস্ট করছেন। এককথায়, তিনি যে গেরুয়া মতাদর্শেই বিশ্বাসী, তা স্পষ্ট। যা দেখে নেটদুনিয়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। মুম্বই ইন্ডাস্ট্রিতে একদা মডেল হিসেবে জনপ্রিয় হলেও বর্তমানে হইচই-এর একাধিক ওয়েব সিরিজের দৌলতে বাংলাতেও তাঁর গুণমুগ্ধের সংখ্যা নেহাত কম নয়! তবে ব়্যাচেলের মোদী-মুগ্ধতা দেখে অনেকেই ভ্রু উঁচিয়েছেন! নেটজনতার একাংশ তো আবার কটাক্ষ করতেও ছাড়েননি মডেল-অভিনেত্রীকে।