অভিনেত্রী ঋ এর জীবনে সুখবর! মা হলেন জনপ্রিয় অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই সুখবর। আর তাতেই নিজের সন্তানের নাম পর্যন্ত জানিয়েছেন তিনি।
Advertisment
ঋতুপর্ণা সেন, তিনি পরিচিত ঋ নামেই। টেলিভিশন থেকে জনপ্রিয়তা, তারপর বিগ বসের ঘর থেকেই তাঁকে আরও মানুষ চিনেছেন। না তিনি বিবাহিত, না কোনও সম্পর্কে রয়েছেন। তাহলে মা হলেন কী করে? প্রশ্ন একাধিক। তবে, শুক্রবার নিজেই নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সেই খবর। অভিভাবকের দায়িত্ব পালন করতে তিনি প্রস্তুত। কিন্তু সন্তান কী করে হল তার?
অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, "আজ থেকে আমি একজন সন্তানের অভিভাবক। তাঁর নাম নবদ্বীপ সেন।" কিন্তু, সেটি মানব শিশু না। ঋ এও উল্লেখ করেছেন সেই সন্তান আসলে একটি ছোট্ট চারপেয়ে। তাঁকে নিয়েই নিজের নতুন সকাল, সংসার সাজিয়েছেন তিনি। অভিনেত্রীকে ভালবাসা জানিয়েছেন টলিপাড়ার অনেক তারকাই।
Advertisment
উল্লেখ্য, টেলিভিশনের পাশাপাশি তিনি থিয়েটারের মঞ্চেও বেশ জনপ্রিয়। নিজের অভিনয়ের মাধ্যমে সবসময় সকলকে মনোরঞ্জন করেছেন। এখন একাই থাকেন। নিজের শুটিং এবং শরীরচর্চা করতেই বেশি ভালবাসেন।