বিনিয়োগের নামে প্রতারণার শিকার অভিনেত্রী রিমি সেন। মুম্বইয়ের খার পুলিশ স্টেশনে এই মর্মে একটি অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। রিমির অভিযোগ নতুন ব্যবসায়ে বিনিয়োগের নামে ৪.১৪ কোটি টাকা নেন ওই ব্যবসায়ী। পরিবর্তে ভাল রিটার্নের আশ্বাসও দিয়েছিলেন ব্যবসায়ী। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত না পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। অভিযুক্ত ব্যবসায়ীর নাম রৌনক ব্যাস।
রিমির বয়ান অনুসারে ২০১৯ সালে মুম্বইয়ের একটি জিমে আলাপ হয় ওই ব্যবসায়ীর সঙ্গে, এর পর বন্ধুত্ব। নতুন সংস্থায় বিনিয়োগের নামে তিনি অভিনেত্রীর কাছ থেকে ৪.১৪ কোটি টাকা নেন। পরিবর্তে অভিনেত্রীকে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ রিটার্নের আশ্বাস দেন ওই ব্যবসায়ী। রিমির অভিযোগ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও রৌনকের কাছ থেকে কোন টাকা ফেরত পাননি তিনি। একাধিকবার তাকে কল করলেও অভিনেত্রীর ফোন কল উপেক্ষা করেন ওই ব্যবসায়ী। পরে তিনি জানতে পারেন যে সংস্থার নামে রিমির কাছ টাকা নেওয়া হয়েছিল সেখানেও কোন বিনিয়োগ করেননি রৌনক। এরপরই পুলিশের কাছে অভিযোগ জানান অভিনেত্রী। পুলিশ সূত্রে খবর অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের নামে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সূত্রের খবর, ২০২০ সালের মার্চ মাসে নিজের অ্যাকাউন্ট থেকে মাত্র ৩ লাখ টাকা অভিনেত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার করেন ওই ব্যবসায়ী। সেই সঙ্গে একটি ৩.৫০ কোটির চেকও দেন অভিনেত্রীকে। তিনি সেই চেক ক্লিয়ার করতে গেলে জানতে পারেন ওই অ্যাকাউন্টের আপাতত কোন অস্তিত্বই নেই। এর পর থেকেই নানা অজুহাতেই অভিনেত্রীকে এড়িয়ে যেতে শুরু করেন ব্যবসায়ী। বারবার ফোন করেল কোন উত্তর পেতেন না। এক সময় কার্যত হাল ছেড়েও দেন অভিনেত্রী। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন রিমি। গত ২৯ মার্চ মুম্বইয়ের খার পুলিশ স্টেশনে ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন অভিনেত্রী।
Read in English