Advertisment

Rituparna Sengupta: দিনদিন 'মাসিমা' হয়ে যাচ্ছেন ঋতুপর্ণা? সমুদ্র সৈকতে 'পাগলী' সেজে ঘুরছেন!

দিনের পর দিন প্রমোশন, ছবির কাজে ব্যস্ত থাকার পর তিনি সমুদ্রের পাড়ে ছুটি কাটাতে। সেখানে গিয়েই নানা ধরনের ছবি আপলোড করছেন তিনি। একদম নিজের মত করে ধরা দিলেন ঋতুপর্ণা। সাদা পোশাক, খোলা চুলে ঋতুপর্ণার স্টাইল দেখার মত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rituparna Sengupta, rituparna Sengupta news, rituparna Sengupta Tollywood, rituparna Sengupta photos, rituparna Sengupta updates, rituparna Sengupta movies, rituparna Sengupta trolled, rituparna Sengupta prosenjit Chatterjee, rituparna Sengupta post, ajogya, ajogya movie

Rituparna - চরম ট্রোল ঋতু

এত কাজ, এত দৌড়াদৌড়ি, ভাবনা চিন্তা করে দিন কাটানোর পর এবার ঋতুপর্ণা ঘুরতে গিয়েছেন। যতদূর সম্ভব সমুদ্রের ধারে কোথাও বেড়াতে গিয়েছেন তিনি। দাবাড়ু - অযোগ্য ছবির পর এবার তিনি ক্লান্ত।

Advertisment

আগেও জানিয়েছিলেন, একনাগাড়ে আর সম্ভব হচ্ছে না। দিনের পর দিন প্রমোশন, ছবির কাজে ব্যস্ত থাকার পর তিনি সমুদ্রের পাড়ে ছুটি কাটাতে। সেখানে গিয়েই নানা ধরনের ছবি আপলোড করছেন তিনি। একদম নিজের মত করে ধরা দিলেন ঋতুপর্ণা। সাদা পোশাক, খোলা চুলে ঋতুপর্ণার স্টাইল দেখার মত।

কিন্তু, একদম ক্যাজুয়াল থাকার পরেও স্বস্তি নেই। ঋতুপর্ণাকে মেকাপ ছাড়া দেখে হাসাহাসি শুরু হয়ে গেল। কেউ বললেন, একি! আপনার এরম চেহারা হয়েছে কেন? আবার কেউ বললেন, দিন দিন তো বয়সের ছাপ মেকাপ ছাড়া আরো বেশি করে বোঝা যাচ্ছে। এখানেই শেষ না। কেউ কেউ তো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর তুলনা টানলেন।

দিন দিন বয়স বাড়লেও প্রসেনজিৎকে যেন একদম অন্যরকম লাগছে। কেউ কেউ তো প্রিয় বুম্বাদাকে এমনও বলেছেন, দিন দিন বয়স কমছে তাঁর। আর সেখানে ঋতুপর্ণাকে দেখে নাকি তাদের মাসিমা লাগছে? কেউ কেউ এমনও বলে বসলেন, দিন দিন মাসিমা হয়ে যাচ্ছেন তো? আর তো নায়িকা ভাল লাগবে না। আবার কেউ এমনও বললেন, সাধারণ সাজতে গিয়ে চুল আঁচড়াবেন না?

উল্লেখ্য, অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও তিনি বেশিরভাগ সময় নিজস্ব দিকটাই শেয়ার করেন। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ না খুললেও, দিনের নানা আপডেট শেয়ার করতেই থাকেন তিনি।

tollywood rituparna sengupta Entertainment News
Advertisment