scorecardresearch

‘বন্ধ করুন এসব..’, সম্পর্কে ভাঙন ঋতাভরীর? আসল সত্যি সামনে আনলেন অভিনেত্রী ও তাঁর প্রেমিক

সত্যিই ভেঙেছে সম্পর্ক?

actress rtabhari chakraborty breakup, actress gave an reply, ritabhari chakraborty actress, ritabhari tollywood news
কী বলছেন অভিনেত্রী?

নায়ক-নায়িকাদের বিচ্ছেদ টলিউড হোক কিংবা বলিউড, কোথাও নতুন ঘটনা নয়। এসব তো হয়েই থাকে। কিন্তু প্রসঙ্গে যখন ঋতাভরী চক্রবর্তী তখন তো মানুষের আগ্রহ খুব বেশি। তাঁকে বং ক্রাশ বলেও সম্বোধন করেন অনেকে। কানাঘুষো, শোনা যাচ্ছিল তাঁর এবং প্রেমিক তথাগত চট্টোপাধ্যায়ের সম্পর্কে নাকি ইতি পরেছে।

সোশ্যাল মিডিয়া থেকে তথাগতর সঙ্গে সম্পর্কের পোস্ট ডিলিট করেছিলেন তিনি। আর তারপর থেকেই গুঞ্জন। চুপ ছিলেন ঋতাভরী। কিন্তু গুঞ্জন ধীরে ধীরে বাড়তে থাকায় মুখ খুলেছেন দুজনেই। গুজব এমন পর্যায় ছড়াচ্ছিল, যে তথাগতর বাড়ি থেকেই নাকি আপত্তি উঠেছে সম্পর্কের। যদিও, এই নিয়ে কখনই নেতিবাচক কিছু শোনা যায় নি। দুজনেই ব্যাস্ত নিজের নিজের কাজে। সময় দিতে পারেন না একে অপরকে? সে কারণেই বিচ্ছেদ? জল্পনার অবসান ঘটিয়ে তথাগত লিখলেন…

“আমার প্রেমের সম্পর্কে বাড়ির লোকজনদের নিয়ে যে ধরনের কথাবার্তা রটছে এগুলো সম্পূর্ণ ভুয়ো। আমি যে পরিবারের মানুষ, তাঁরা স্বাধীন ভাবনা চিন্তায় বিশ্বাসী। তাঁরা জানে কোথায় স্পেস দেওয়া উচিত, ঋতাভরীকে তাঁরা ভালবাসেন। আমাদের একা ছেড়ে দিন”। তথাগত একা নন, বরং সম্পূর্ণ সহমত জানিয়েছেন অভিনেত্রী নিজেও। তিনি এই পোস্টটি শেয়ার করে লিখলেন… “ভুয়ো তথ্য ছড়াবেন না। অন্তত কিছু সততা বজায় রাখুন।”

২০২১ সালে অস্ত্রোপচার, তগারপর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ঋতাভরী। তাঁর পাশে থাকতে শুরু করেন তথাগত। সেখান থেকেই তাঁদের সম্পর্ক অন্যরূপ নেয়। প্রেমের বাধনে আবদ্ধ হন তাঁরা। খবর প্রকাশ্যে আসতেই মন ভেঙেছিল বাংলার তরুণদের। এমনকি এদিক ওদিক ঘুরতেও যেতেন তাঁরা। দিদি চিত্রাঙ্গদার বিয়েতেও তাঁদের ছবিতে ভেসেছিল সোশ্যাল মিডিয়া।

উল্লেখ্য, এখন বিরাট ব্যাস্ত অভিনেত্রী। সামনেই রিলিজ ‘ফাটাফাটি’র। অন্যদিকে জিতু কামালের সঙ্গে ‘আপনজন’ ছবির শুটিং শুরু করতে চলেছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Actress rtabhari chakraborty breakup actress gave an reply