Advertisment
Presenting Partner
Desktop GIF

সবই ভাগ্যের ফের! যমজ সন্তানকে গর্ভে নিয়েই ভয়ঙ্কর বিপদের কবলে রুবিনা

লোম খাঁড়া হয়ে উঠল, অশান্তিতে ভুগছিলেন রুবিনা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Actress Rubina dilaik shared she faced accident while twin pregnancy

রুবিনার সঙ্গে যা ঘটল

অন্তঃসত্বা রুবিনা দিলায়ক। বিগ বস বিজেতা গতকাল জানিয়েছেন তিনি টুইন সন্তানের মা হতে চলেছেন। কিন্তু এসবের মাঝেও এক বিরাট বিপদ দিয়ে গিয়েছেন রুবিনা।

Advertisment

একেই প্রথমবারের মতো সন্তান সম্ভবা তিনি। একটু আধটু ভয় তো থাকেই। এবার রুবিনার সঙ্গে যা হয়েছে সেই সব রোমহর্ষক মুহূর্ত আর মনে করতে চান না তিনি। অভিনেত্রী অন্তঃসত্বা থাকাকালীন প্রথম দিকে যেভাবে বিপদে পড়েছিলেন সেকথা স্মরণ করেই ফের একবার ভয় পেয়ে গেলেন।

যে সময় জেনেছিলেন টুইন সন্তানের কথা :-

রুবিনা নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশ্যে আনলেন সেসব গল্প। প্রথম যখন জানতে পেরেছিলেন যে একটি নয়, দুটো প্রাণ বেড়ে উঠছে তাঁর শরীরে তখন যেন সবটাই হঠাৎ করে বদলে গিয়েছিল। বললেন.. আমি তো চমকে ছিলাম কিন্তু অভিনব একটা কথাও বলেনি বাড়ি ফেরার সময়। বরং চুপচাপ গাড়ি চালিয়ে আমরা বাড়ি এসেছিলাম। বাড়ির লোক ছাড়া কাউকে কিছু বলিনি আমরা।

এরপরই ঘটে সেই আসল বিপদ :-

কিছুমাস আগেই এক বিরাট অ্যাকসিডেন্ট হয় রুবিনার। অভিনেত্রীর গাড়িকে ধাক্কা মারে একটি ট্রাক, তারপরই ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হন তিনি। আজও সেসব মনে করলে গায়ে কাঁটা দিয়ে ওঠে তার। এসব মনে করতেই চান না তিনি। তাও বললেন...

" ট্রাকটি এসে এমনভাবে মারল, আমি পেছনের সিট থেকে সামনের দিকে ধাক্কা খেলাম, খেয়ে আবার পেছনে ছিটকে পড়লাম। অবশ্যই সেটা আশা করিনি। আচমকা, আঘাত লাগল। পিঠে ব্যাথা শুরু হয়েছিল। আমার তখন একটাই কথা মাথায় আসছিল যে, আর যাই হোক আমার ভেতরে যে প্রাণ দুটো রয়েছে, ওরা ভাল আছে তো? ওরা ঠিক আছে? বিশ্বাস করুন, তিনমাস আমি এত ভয় পাইনি। ওই ছয় সাত ঘণ্টা যে ভয়টা পেয়েছিলাম। আমার কিছুতেই শান্তি হচ্ছিল না, যতক্ষণ না জানতে পারছিলাম ওরা ঠিক আছে। কী যে মনের মধ্যে চলছিল।

উল্লেখ্য, আপাতত নিজের সঙ্গে সঙ্গে বাচ্চাদের খেয়াল রাখতেই ব্যস্ত। যেমন সাবধানী হয়েছেন তেমন মাতৃত্বের নানা মুহূর্ত উপভোগ করছেন দারুণ।

bollywood Rubina Dilaik Entertainment News
Advertisment